Thursday, July 11, 2013

রোযার শুরুতেই বদলে গেছে স্বাভাবিক দৃশ্যপট, সর্বত্র ধর্মীয় পরিবেশের ছোঁয়া ॥ আহ! এমনটি যদি সারাবছর থাকতো কতো না ভালো হতো।



১২ ছানী ১৩৮১ শামসী, ১১ জুলাই ২০১৩ ঈসায়ী, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমযান। বুধবার দিবাগত রাতে তারাবীহর নামায সাহরির মাধ্যমে রোযা রাখা শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
এদিকে রোযা শুরু হওয়ার সাথে সাথে বদলে গেছে স্বাভাবিক সব দৃশ্যপট। দেশের সর্বত্রই এখন বিরাজ করছে রোযার ছোঁয়া। বুধবার মসজিদগুলোতে তারাবীহর নামাযের জন্য মুসল্লিদের ভিড় ছিলো লক্ষণীয়। দিনের অন্যান্য ওয়াক্তেও মসজিদে ভিড় লক্ষ্য করা গেছে।