সেই দিন এক ছোট ভাই এসে বলল: “জানেন ভাইয়া! এক (বিধর্মী) বিজ্ঞানী আবিষ্কার করছে, ‘আল্লাহ’ শব্দটি বার বার উচ্চারণের মাধ্যমে মানুষ অন্তর সবচেয়ে বেশি শান্ত হয়, কারণ এই শব্দটি’র মধ্যে এমন এক শব্দধ্বনি তৈরী হয়, যা আর কোন শব্দের মাধ্যমে সৃষ্টি হয় না।”
আমি সেই ছোট ভাইয়ের উত্তরে বললাম, দেখো! আমি সেই বিজ্ঞানীর আবিষ্কারের কথা শুনে মোটেও আশ্চর্য হইনি। কারণ পবিত্র কুরআন পাকের সূরা রাদ’র ২৮ নং আয়াতেই বলা হয়েছে, “নিশ্চয়ই আল্লাহ’র জিকির দ্বারা অন্তর প্রশান্ত হয়”। তোমরা সেই কথিত বিজ্ঞানী পবিত্র কুরআনের আয়াত শরীফ নিজের মত করে বলে এখন ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, যেমনটা লিও টলস্টয় সারা জীবন বড় বড় কথা বলত, কিন্তু তার পকেটে থাকত ‘দ্য সেইং অফ প্রোফেট মুহাম্মদ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’।