গাছ থেকে আম ভাঙ্গা ও বাজারজাত বন্ধ রেখে জেলার আম ব্যবসায়ীরা আজ বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। ফরমালিন পরীক্ষার নামে হয়রানি, চাঁদাবাজি ও আম নষ্ট করার প্রতিবাদে ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করেন। শুক্র ও শনিবারের মধ্যে হয়রানি ও আম নষ্ট করা বন্ধ না হলে আগামী রোববার হরতাল পালন করা হবে বলেও ঘোষণা দিয়েছেন আম ব্যবসায়ীরা।
Thursday, June 19, 2014
চাঁপাইনবাবগঞ্জে আম ব্যবসায়ীদের বিক্ষোভ, রোববার হরতালের ঘোষণা(মূলত বিদেশী চক্রান্তে দেশীয় ফল নষ্ট করা হচ্ছে। ফরমালিন একটা ইস্যু মাত্র।বরং বিদেশী সব ফলে ব্যাপক ফরমালিন থাকে)
গাছ থেকে আম ভাঙ্গা ও বাজারজাত বন্ধ রেখে জেলার আম ব্যবসায়ীরা আজ বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। ফরমালিন পরীক্ষার নামে হয়রানি, চাঁদাবাজি ও আম নষ্ট করার প্রতিবাদে ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করেন। শুক্র ও শনিবারের মধ্যে হয়রানি ও আম নষ্ট করা বন্ধ না হলে আগামী রোববার হরতাল পালন করা হবে বলেও ঘোষণা দিয়েছেন আম ব্যবসায়ীরা।