আজ ২৯শে জুমাদাল উলা (৩১ আশির
১৩৮১ শামসী, ৩১ মার্চ ২০১৪ ঈসায়ী), ইয়াওমুল ইছনাইনিল আযীম বা সোমবার শরীফ দিবাগত সন্ধ্যায়
সূর্যাস্তের পর বাংলাদেশে (১৪৩৫ হিজরী সনের) পবিত্র জুমাদাল উখরা মাস উনার চাঁদ তালাশ
করতে হবে। আজ ইয়াওমুল ইছনাইনিল আযীম বা সোমবার শরীফ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে
আগামীকাল ০১ হাদি আশার ১৩৮১ শামসী, ০১ এপ্রিল ২০১৪ ঈসায়ী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার
হবে ১৪৩৫ হিজরী সনের পবিত্র জুমাদাল উখরা মাস উনার পহেলা তারিখ মুবারক।
Monday, March 31, 2014
রোহিঙ্গা মুসলমানদেরকে ‘বাঙালি’ হিসেবে নিবন্ধিত করছে যালিম বার্মিজ বৌদ্ধরা
মুছে ফেলছে জাতিগত তথা নৃ-তাত্ত্বিক
পরিচয়। রোহিঙ্গা মুসলমানদেরকে ‘রেহিঙ্গা’ জাতি হিসেবে নয়; বরং অভিবাসী ‘বাঙালি’ হিসেবে
নিবন্ধিত করছে যালিম বার্মিজ বৌদ্ধরা। মূলত, ১৯৮৩ সালে প্রথমবারের মতো আদমশুমারি অনুষ্ঠিত
হওয়ার পর থেকেই মিয়ানমারে জাতিগত সংঘাত দানা বাঁধতে শুরু করে। গত ২৯ মার্চ (২০১৪ ঈসায়ী) শনিবার মিয়ানমার সরকারের
পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (৩০ মার্চ -২০১৪) থেকে শুরু হওয়া আদমশুমারিতে দেশটির মুসলমান সম্প্রদায়ভুক্ত
নাগরিকরা ‘রোহিঙ্গা’ হিসেবে নিবন্ধিত হতে পারবেন না। তবে ‘বাঙালি’ হিসেবে তারা নিবন্ধিত
হতে পারবেন। এর মাধ্যমে গত তিন দশক ধরে চলা এই জাতিগত সংঘাতকে এবার সরকার প্রকাশ্যে
উসকে দিলো।