২৯শে মাহে ছফর শরীফ মুতাবিক ২৪ সাবি’ ১৩৮২ শামসী সন (২৩ ডিসেম্বর ২০১৪ ঈসায়ী), ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে (১৪৩৬ হিজরী সনের) সাইয়্যিদুল আসইয়াদ, সাইয়্যিদুশ শুহুর, শাহরুল আ’যম মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে।
ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ২৫ সাবি’ ১৩৮২ শামসী সন (২৪ ডিসেম্বর ২০১৪ ঈসায়ী) ইয়াওমুল আরবিয়া বা বুধবার হবে ১৪৩৬ হিজরী সনের সাইয়্যিদুল আসইয়াদ, সাইয়্যিদুশ শুহুর, শাহরুল আ’যম মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার পহেলা তারিখ মুবারক। আর সে অনুযায়ী মহাসম্মানিত ১২ রবীউল আউওয়াল শরীফ মুতাবিক আগামী ৬ ছামিন ১৩৮২ শামসী সন (৪ জানুয়ারি ২০১৫ ঈসায়ী) ইয়াওমুল আহাদ বা রোববার পালিত হবে মুসলমান, জিন-ইনসান তো অবশ্যই, বরং কুল-কায়িনাতের সীমাহীন খুশি প্রকাশের সুমহান দিন- সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।