২৯শে মাহে ছফর শরীফ মুতাবিক ২৪ সাবি’ ১৩৮২ শামসী সন (২৩ ডিসেম্বর ২০১৪ ঈসায়ী), ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে (১৪৩৬ হিজরী সনের) সাইয়্যিদুল আসইয়াদ, সাইয়্যিদুশ শুহুর, শাহরুল আ’যম মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে।
ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ২৫ সাবি’ ১৩৮২ শামসী সন (২৪ ডিসেম্বর ২০১৪ ঈসায়ী) ইয়াওমুল আরবিয়া বা বুধবার হবে ১৪৩৬ হিজরী সনের সাইয়্যিদুল আসইয়াদ, সাইয়্যিদুশ শুহুর, শাহরুল আ’যম মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার পহেলা তারিখ মুবারক। আর সে অনুযায়ী মহাসম্মানিত ১২ রবীউল আউওয়াল শরীফ মুতাবিক আগামী ৬ ছামিন ১৩৮২ শামসী সন (৪ জানুয়ারি ২০১৫ ঈসায়ী) ইয়াওমুল আহাদ বা রোববার পালিত হবে মুসলমান, জিন-ইনসান তো অবশ্যই, বরং কুল-কায়িনাতের সীমাহীন খুশি প্রকাশের সুমহান দিন- সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আর আকাশ মেঘে (অথবা কুয়াশা, ধূলাবালি ইত্যাদিতে) যদি ঢাকা (আচ্ছন্ন) থাকে অথবা অন্য কোনো কারণে আজ ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখতে না পাওয়া যায়, তবে পবিত্র ছফর শরীফ মাস ৩০ দিন পূর্ণ করে আগামী ২৬ সাবি’ ১৩৮২ শামসী সন (২৫ ডিসেম্বর ২০১৪ ঈসায়ী), ইয়াওমুল খামীছ বা বৃহস্পতিবার হবে ১৪৩৬ হিজরী সনের সাইয়্যিদুল আসইয়াদ, সাইয়্যিদুশ শুহুর, শাহরুল আ’যম মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার পহেলা তারিখ মুবারক। আর সে অনুযায়ী মহাসম্মানিত ১২ রবীউল আউওয়াল শরীফ মুতাবিক আগামী ৭ ছামিন ১৩৮২ শামসী সন (৫ জানুয়ারি ২০১৫ ঈসায়ী), ইয়াওমুল ইছনাইনিল আযীম বা সোমবার শরীফ পালিত হবে সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
উল্লেখ্য, ১৪৩৬ হিজরী সনের মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস উনার এক আলোচনা সভা পবিত্র রাজারবাগ শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস উনার সকল প্রতিনিধিকে অতি সতর্কতার সাথে চাঁদ তালাশ করতে হবে।
বাংলাদেশের যে কোনো স্থান থেকে যারা চাঁদ দেখতে পাবেন তাদেরকে আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস উনার নিম্নলিখিত নম্বরসমূহে তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। মোবাইল নম্বরসমূহ-
০১৭১৩-৪৫৬৮৬৫, ০১৮২৭-১৯০৪৯৩, ০১৭১১-২৭২৭৮৫, ০১৭১১-১৭৮৬৬১, ০১৭১২-৮১৯১৭৭, ০১৭১২-২২১২৬৭, ০১৭১১-২৩৮৪৪৭, ০১৭১৪-৬২৭৩৮৮, ০১৭১৬-৬৬৫৬৯৩, ০১৫৫২-৪১৫২৩৩, ০১৭১১-২৭২৭৮২।
বাংলাদেশের জন্য ১৪৩৬ হিজরী সনের মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদের রিপোর্ট:
বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী জিরো মুন (অমাবস্যা) সংঘটিত হয়েছে ২৩ সাবি’ শামসী সন, ২২ ডিসেম্বর ২০১৪ ঈসায়ী, ইছনাইনিল আযীম (সোমবার শরীফ) ভোর ৫টা ৫৮ মিনিটে।
কাজেই বাংলাদেশে মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে ২৪ সাবি’ ১৩৮২ শামসী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় (২৩ ডিসেম্বর ২০১৪ ঈসায়ী)।
বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী জিরো মুন (অমাবস্যা) সংঘটিত হয়েছে ২৩ সাবি’ শামসী সন, ২২ ডিসেম্বর ২০১৪ ঈসায়ী, ইছনাইনিল আযীম (সোমবার শরীফ) ভোর ৫টা ৫৮ মিনিটে।
কাজেই বাংলাদেশে মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে ২৪ সাবি’ ১৩৮২ শামসী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় (২৩ ডিসেম্বর ২০১৪ ঈসায়ী)।
মঙ্গলবার ঢাকায় সূর্যাস্ত ৫টা ১৮ মিনিটে এবং চন্দ্রাস্ত ৬টা ৪৯ মিনিটে। চাঁদের বয়স হবে ৩৫ ঘণ্টার বেশি। উচ্চতা থাকবে ১৭ ডিগ্রির বেশি এবং কৌণিক দূরত্ব থাকবে ১৮ ডিগ্রির বেশি। সূর্যাস্ত ও চন্দ্রাস্তের সময়ের পার্থক্য থাকবে ১ ঘণ্টা ৩১ মিনিট। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ খুঁজতে হবে ২৪১ ডিগ্রি আযীমাতে আর সূর্য থাকবে ২৪৪ ডিগ্রি আযীমাতে। অর্থাৎ চাঁদ সূর্যের বাঁয়ে অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে আজ সূর্যাস্তের কিছু সময় পরেই চাঁদ দৃশ্যমান হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
No comments:
Post a Comment