অধুনা শহরের মানুষরা টুথপেস্ট ছাড়া দাঁত মাজার কথা কল্পনাও করতে
পারে না। তবে গ্রামগঞ্জে অনেকে অবশ্য দাঁতের মাজন বা ছাই ব্যবহার করে থাকে এখনো; তবে টুথপেস্টই
সবচাইতে প্রচলিত। তাদের কাছে বিষয়টি যেন এমন- আধুনিক জীবন টুথপেস্ট ছাড়া অচল। কিন্তু
জানেন কি, এই টুথপেস্ট ছাড়াও আরও অনেক উপাদান আছে যা দিয়ে দাঁত পরিষ্কার করতে পারেন। জেনে
নিন তেমনই ৫টি উপাদানের কথা- যেগুলো কেবল খাবারই নয়, দাঁত পরিষ্কারেও কাজে আসে।