Sunday, April 12, 2015

টুথপেস্টের বদলে দাঁত মাজতে ‘খাবার’ জিনিস

অধুনা শহরের মানুষরা টুথপেস্ট ছাড়া দাঁত মাজার কথা কল্পনাও করতে পারে না। তবে গ্রামগঞ্জে অনেকে অবশ্য দাঁতের মাজন বা ছাই ব্যবহার করে থাকে এখনো; তবে টুথপেস্টই সবচাইতে প্রচলিত। তাদের কাছে বিষয়টি যেন এমন- আধুনিক জীবন টুথপেস্ট ছাড়া অচল। কিন্তু জানেন কি, এই টুথপেস্ট ছাড়াও আরও অনেক উপাদান আছে যা দিয়ে দাঁত পরিষ্কার করতে পারেন। জেনে নিন তেমনই ৫টি উপাদানের কথা- যেগুলো কেবল খাবারই নয়, দাঁত পরিষ্কারেও কাজে আসে।