Saturday, August 3, 2013

‘বাংলাদেশের অর্থনীতির গলা চেপে ধরেছে হরতাল’



ধর্মঘট আর হরতাল নামক গণতান্ত্রিক দানবের ছোবলে বাংলাদেশের অর্থনীতির শ্বাস বন্ধ হওয়ার অবস্থার সৃষ্টি হয়েছে। হরতাল বাংলাদেশের অর্থনীতির গলা চেপে ধরছে। ব্যবসা-বাণিজ্যকে ধ্বংসের পর্যায়ে নিয়ে যাচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতি। কট্টর মুসলিমবিদ্বেষী মোহন দাস করমচাঁদ গান্ধী ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘটের অপসংস্কৃতি চালু করে; যা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দলীয় স্বার্থে গণতন্ত্রের লেবাস চড়িয়ে ব্যবহার করছে। এমনকি বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো একে বেছে নিয়েছে ক্ষমতাসীন দলকে শায়েস্তা করার হাতিয়ার হিসেবে।

পবিত্র লাইলাতুল ক্বদর উনার ফাযায়িল-ফযীলত

বৈশিষ্ট্যমন্ডিত ও বরকতময় দিন-রাত্রির মধ্যে পবিত্র ‘লাইলাতুল ক্বদর’ একটি অন্যতম রাত্রি। এ রাত্রির ফযীলত সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালাম পাক উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “নিশ্চয়ই আমি পবিত্র কুরআন শরীফ উনাকে এই পবিত্র ক্বদর উনার রাত্রিতে নাযিল করেছি। আপনি কী জানেন যে অর্থাৎ আপনিতো জানেন, পবিত্র লাইলাতুল ক্বদর কি? পবিত্র ক্বদর উনার রাত্রি সহস্র মাস হতেও উত্তম। অর্থাৎ এই রাত্রির ইবাদত হাজার মাসের ইবাদত বন্দেগীর চেয়েও উত্তম। হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি অন্যান্য হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরসহ মহান আল্লাহ পাক উনার নির্দেশ মুবারক-এ এ রাত্রিতে যমীনে অবতরণ করেন এবং প্রতি কাজে সালাম বর্ষণ করেন। ছুবহে ছাদিক পর্যন্ত তা অব্যাহত থাকে।” (পবিত্র সূরা ক্বদর শরীফ)