এই বছর নিজের ২৮ কাঠা জমিতে বোরো ধান
লাগিয়েছিলেন। আশা ছিল, এই ফসল দিয়ে চলে যাবে
বছর। কিন্তু এখন তার চোখে অন্ধকার।
এই কৃষক বললেন, “পানির অভাবে চারা শুকিয়ে মরছে। চেয়ে চেয়ে দেখা ছাড়া
তার কিছুই করার নাই।”
বলতে বলতে চোখে জল এসে যায় চাঁপাইনবাবগঞ্জের
শিবগঞ্জ উপজেলার গুপ্তমানিক গ্রামের হোসেন আলীর।
তার মতো অবস্থা এখন কয়েক হাজার কৃষকের। পানি
না পেয়ে চৈত্রের খরতাপে পুড়ছে হাজার হাজার বিঘা জমির বোরো ধান।
পানি না পাওয়ার এই কারণ বিদ্যুৎ সরবরাহ না থাকা, আর
বিদ্যুৎ না থাকার কারণ জামাতের তাণ্ডব।