রহমত,
মাগফিরাত, নাজাতের পবিত্র মাস রমজানের শেষের নতুন বার্তা নিয়ে এসেছে ঈদের চাঁদ। চলছে
ঈদ উৎসবর আমেজ চরদিকে। (২৮ জুলাই ২০১৪) সোমবার দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে মঙ্গলবার
(২৯ জুলাই ২০১৪) মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ পালন করবে বাংলাদেশের
মুসলমানরা। অর্থাৎ আজ সন্ধ্যায় শাওয়ালের একফালি বাঁকা সরু চাঁদের দেখা পেলে মঙ্গলবার
ধরা দেবে পবিত্র ঈদুল ফিতর। তবে চাঁদ দেখা না গেলে মঙ্গলবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ
হবে, সেক্ষেত্রে বুধবার সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্যদিয়ে ঈদুল
ফিতর উদযাপিত হবে।