Tuesday, April 22, 2014

অফুরন্ত নেকী ও ফযীলত হাছিলের উপায়

খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি রহমান ও রহীম। তিনি অতি দয়ালু, পরম মেহেরবান। উনার দয়া ও রহমত মুবারকের কোনো শেষ নেই; সীমা-পরিসীমা নেই। বান্দা-বান্দীর কোনো কোনো ছোট আমলেও মহান আল্লাহ পাক তিনি সন্তুষ্ট হয়ে যান। এমনকি উনার রহমতের সাগরে জোয়ার আসে। তিনি তখন বান্দা-বান্দীকে দিয়ে দেন অনেক অফুন্ত পুরস্কার এবং উন্মুক্ত করে দেন উনার নিয়ামতের ভান্ডার। তাই কোনো নেক আমল বাহ্যিকভাবে ছোট ও সহজ বলেই সে সম্পর্কে অবহেলা করা উচিত নয়।
আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “কোনো সৎ কাজকেই কখনো তুচ্ছ জ্ঞান করবে না। যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ।” (মুসলিম শরীফ)