পার্থিব জীবন-যাপন করতে অর্থের যেমন প্রয়োজন, তেমনি পরকালে মিযানে হিসাব নিকাশে ছওয়াব প্রয়োজন। এই দুনিয়ায় অর্থ উপার্জনের ব্যবস্থা থাকলেও আখিরাতে ছওয়াব অর্জনের ব্যবস্থা নেই।
এই পৃথিবীতেই অর্থ এবং ছওয়াব অর্জন করতে হবে। যারা পরকালের বিষয়টায় উদাসীন তাদের দুঃখের সীমা থাকবে না। ইহকালে অর্জিত সম্পদে মৃত্যুর সাথে সাথে অধিকার হারাতে হবে। কিন্তু পরকালের জন্য অর্জিত নেক বা পুণ্য মৃত্যুর পরও থাকবে।
এই পৃথিবীতেই অর্থ এবং ছওয়াব অর্জন করতে হবে। যারা পরকালের বিষয়টায় উদাসীন তাদের দুঃখের সীমা থাকবে না। ইহকালে অর্জিত সম্পদে মৃত্যুর সাথে সাথে অধিকার হারাতে হবে। কিন্তু পরকালের জন্য অর্জিত নেক বা পুণ্য মৃত্যুর পরও থাকবে।