Monday, October 27, 2014

সাইয়্যিদুল ক্বওনাইন, যাবীহুল্লাহ হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম উনার খুছুছিয়ত মুবারক ও সীরাত মুবারক

মাখলুকাত মাঝে মহান আল্লাহ পাক কর্তৃক আখাছছুল খাছভাবে মনোনীত ব্যক্তিত্বগণ উনাদের মধ্যে সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি অন্যতম। তিনি মহান বারী তায়ালা উনার সর্বাধিক প্রিয়পাত্র বলেই নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধারণ করার সৌভাগ্য অর্জন করেছেন। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

عن جابر رضى الله تعالى عنه قال قلت يارسول الله صلى الله عليه وسلم بابى انت وامى اخبرنى عن اول شئ خلقه الله قبل الاشياء قال يا جابر ان الله تعالى خلق قبل الاشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن فى ذلك الوقت لوح ولا قلم ولا سماء ولا ارض.

অর্থ: হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হতে বর্ণিত। তিনি বলেন, আমি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট আরয করলাম, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! মহান আল্লাহ পাক তিনি সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তিনি ইরশাদ মুবারক করলেন, হে জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনি জেনে রাখুন। মহান আল্লাহ পাক তিনি সর্বপ্রথম আপনার নবী ও রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূর মুবারক সৃষ্টি করেন। অতঃপর সেই নূর মুবারক মহান আল্লাহ পাক উনার ইচ্ছা মুবারক অনুযায়ী বিচরণ মুবারক করতে থাকেন। সেই সময় লৌহ-কলম, আসমান-যমীন কোনো কিছুই ছিলো না। (মাওয়াহিবুল লাদুন্নিয়া)

Friday, October 24, 2014

শিবগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা নিহত

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌর এলাকার স্টেডিয়ামের সামনে সিঅ্যান্ডএফ এজেন্ট ও শাহবাজপুর ইউনিয়নের যুবলীগ ওয়ার্ড সেক্রেটারি মনিরুল ইসলামকে (৩০) গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। ২৪ অক্টোবর-২০১৪ জুমুয়াবার দিবাগত রাত ৮টার দিকে জেলা শহর থেকে বাড়ি ফেরার পথে ওই উপজেলার স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী ও যুবলীগ নেতা নিহত মনিরুল ইসলাম মের্সাস জাহাঙ্গীরনগর সিন্ডিকেটের মালিক ও শাহবাজপুর ইউনিয়নের আফসার হোসেনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জে ১৫টি তাজা ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫টি তাজা ককটেল উদ্ধার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।
শুক্রবার (2৪ অক্টোবর-2014) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ডের কাছে হাজীর আমবাগান থেকে এগুলো উদ্ধার করা হয়।

Wednesday, October 22, 2014

আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র কারামত শরীফ


(১)
          ইয়া সারিয়া! আল-জাবাল। ইয়া সারিয়া! আল জাবাল। পবিত্র মসজিদে নববী শরীফ উনার জুমুয়ার খুতবা মুবারক পাঠ করা অবস্থায় আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি হঠাৎ করে এরূপ অপ্রাসঙ্গিক বাক্য মুবারক উচ্চারণ করায় উপস্থিত সবাই অবাক বিস্মিত। আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি যথারীতি উনার পবিত্র খুতবা মুবারক পাঠ করতে থাকেন।

Monday, October 20, 2014

চাঁপাইনবাবগঞ্জ শহরে বেড়ছে ছিনতাই ও চুরি

চাঁপাইনবাবগঞ্জ শহরে চুরি ও ছিনতাইয়ের আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিন রাতেই ঘটছে কোন না কোন চুরি-ছিনতাইয়ের ঘটনা। শহরের ১০টি পয়েন্ট এখন সাধারণ মানুষের কাছে মহাআতঙ্কের নাম। গত বুধবার (১৫ অক্টোবর-২০১৪) ভোরে জেলা শহরের বালুবাগান পিটিআই সড়কের স’মিলের সামনে ছিনতাইয়ের শিকার হয়েছে এক কলা বিক্রেতা। ছিনতাইকারীরা পথরোধ করে তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়।

Thursday, October 16, 2014

আজ সুমহান ২০ যিলহজ্জ শরীফ- লখতে জিগারে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম, জান্নাতী মেহমান সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাতুল উমাম ছালিছা আলাইহাস সালাম উনার আযীমুশ শান আক্বীক্বা মুবারক দিবস

খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
অর্থ: “(হে আমার হাবীব, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আর আপনি তাদেরকে তথা সমস্ত বান্দাদেরকে, উম্মতদেরকে, সমস্ত কায়িনাতবাসীকে মহান আল্লাহ পাক উনার বিশেষ বিশেষ দিন মুবারকগুলো সম্পর্কে জানিয়ে দিন, স্মরণ করিয়ে দিন। অর্থাৎ তারা যেন মহান আল্লাহ পাক উনার সম্মানিত বিশেষ বিশেষ দিন মুবারকগুলো যথাযথভাবে অত্যন্ত তা’যীম-তাকরীম মুবারক ও সম্মান-ইজ্জত মুবারক উনাদের সাথে এবং অত্যন্ত ধৈর্যের সাথে পালন করে, উদযাপন করে। আর নিশ্চয়ই এর মধ্যে প্রত্যেক শুকুর-গুজার ও ধৈর্যশীল বান্দা-বান্দী উনাদের জন্য নিদর্শন মুবারক তথা নাজ-নিয়ামত মুবারক, সন্তুষ্টি-রেযামন্দি মুবারক নিহিত রয়েছে।” সুবহানাল্লাহ! (সম্মানিত সূরা ইব্রাহীম শরীফ: সম্মানিত আয়াত শরীফ: ৫)
নূরে মুর্কারাম, মুয়ায্যাম, সুলত্বানুল আউলিয়া, নাওয়াসীয়ে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম, হাবীবাতুল্লাহ, আওলাদে রসূল সাইয়্যিদাতুল উমাম সাইয়্যিদাতুনা হযরত শাহ নাওয়াসী ছালিছা আলাইহাস সালাম উনার আযীমুশ শান আক্বীক্বা মুবারক দিবস সুমহান ২০ যিলহজ্জ শরীফ হচ্ছে আইয়্যামিল্লাহ তথা মহান আল্লাহ পাক উনার আখাচ্ছুল খাছ বিশেষ দিন মুবারক উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!

Tuesday, October 14, 2014

সুমহান ১৮ যিলহজ্জ!!! খলীফায়ে ছালিছ, আমিরুল মুমিনীন সাইয়্যিদুনা হযরত যুন নুরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা

সময় কি আছে বর্তমান মুসলিম দেশের শাসকদের জন্য, তারা চিন্তা করবে কি তাদের অতীত ইতিহাস-ঐতিহ্য কেমন ছিল, তারা শিক্ষা নেবে কী কেমন বীরত্বপূর্ণ ছিল মুসলমান উনাদের অতীত শৌর্য, কী ন্যায়নিষ্ঠ ছিলেন মুসলিম জাতির পূর্বপুরুষ উনারা? আমরা যদি একবার চোখ বুলাই তাহলে দেখতে পাবো অপরাজেয় সামরিক শক্তি, ইনসাফপূর্ণ হুকুমতব্যবস্থা, সর্বোচ্চ ইসলামী আদর্শ, ৬টি মৌলিক অধিকারের অপরিমেয় একচ্ছত্র ভিত্তিস্থাপন ইত্যাদি। তেমনি একজন মহান শাসক ছিলেন খলীফায়ে ছালিছ, আমিরুল মুমিনীন সাইয়্যিদুনা হযরত যুন নুরাইন আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!

ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভোলাহাট উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আয়োজিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৪ উপলক্ষে ১৪ অক্টোবর-২০১৪, সোমবার সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও র‌্যালিতে নেতৃত্ব দেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার।

Monday, October 13, 2014

যুন নূরাইন, যুল হিজরতাইন, খলীফায়ে ছালিছ, জামিউল কুরআন, খলীফাতুল মুসলিমীন, আমিরুল মু’মিনীন, ক্বাতিবে ওহী হযরত উছমান ইবনে আফফান আলাইহিস সালাম

উনার মূল নাম মুবারক- ‘উছমান’ আলাইহিস সালাম। কুনিয়াত (ডাক নাম বা উপনাম) মুবারক’ আবু আমর, আবু আবদিল্লাহ, আবু লায়লা’ আলাইহিস সালাম এবং সর্বাধিক পরিচিত লকব মুবারক ‘যুন নূরাইন’ ও ‘গনি’ আলাইহিস সালাম। পিতা- আফফান, মাতা- আরওরা বিনতু কুরাইয। কুরাইশ বংশের উমাইয়্যা গোত্রের সন্তান। উনার পূর্বপুরুষ ‘আবদে মান্নাফে’ গিয়ে আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নসব মুবারক উনার সাথে মিলিত হয়েছে।
তিনি হযরত খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম উনাদের তৃতীয় খলীফা তথা খলীফায়ে ছালিছ। তিনি পবিত্র বিলাদত শরীফ গ্রহণ করেন হস্তী বছরের ৬ বছর পরে ৫৭৬ ঈসায়ী সনে। এ হিসাবে আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে তিনি ছয় বছর পরে দুনিয়াতে তাশরীফ মুবরক গ্রহণ করেন।

Sunday, October 12, 2014

১নং ভোলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠিত

ভোলাহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল’-২০১৪ শনিবার রামেশ্বর পাইলট ইন্সিটিটিউশন প্রাঙ্গণে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১নং সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি ছবিলাল ঋষির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন মন্ডল।

Friday, October 3, 2014

চাঁপাইনবাবগঞ্জের পশু হাটগুলো জমে উঠেছে ।। দেশী গরুর চাহিদাই বেশি

পবিত্র ঈদুল আযহার আর মাত্র একদিন বাকি। অর্থাৎ আগামী ৬ অক্টোবর ২০১৪ ঈসায়ী সোমবার পবিত্র কুরবানীর ঈদ। তাই শেষ মুহূর্তে এসে চাঁপাইনবাবগঞ্জের পশু হাটগুলো জমে উঠেছে। ক্রেতাদের ভীড়ে বাড়ায় ব্যবসায়ীরা লোকসান ঘুচিয়ে লাভের আশা করছেন। প্রতিটি হাটেই গতবারের মতো এবারও ভারতীয় গরুর চেয়ে দেশী গরুর চাহিদা বেশি লক্ষ্য করা গেছে।