Tuesday, July 9, 2013

১২ ছানী ১৩৮১ শামসী (১১ জুলাই ২০১৩ঈ.) বৃহস্পতিবার থেকে ১৪৩৪ হিজরী সনের পবিত্র রমাদ্বান মাস শুরু : পবিত্র রমাদ্বান শরীফ কেন রহমত, মাগফিরাত ও নাজাত উনাদের অধিকারী?



রহমত, মাগফিরাত ও নাজাত উনাদের অমিয় বার্তা নিয়ে আমাদের দ্বারে হাজির ১৪৩৪ হিজরী সনের মাহে রমাদ্বান শরীফ পবিত্র রমাদ্বান শরীফ মাস রহমত, মাগফিরাত নাজাত ধারণ বিতরণ করলেও কেন কীভাবে পবিত্র রমাদ্বান শরীফ মাস রহমত, মাগফিরাত নাজাত ধারণ করতে পারলো তা কিন্তু সাধারণ মানুষে জানে না আর দুনিয়াদার মাওলানারাও ব্যাপরে ফিকিরের যোগ্যতা রাখে না মূলত, যে সকল মহান ব্যক্তিত্ব সুমহান বরকতময় ঘটনার কারণে বা উনাদের নিসবতধন্য হওয়ার ফলে পবিত্র রমাদ্বান শরীফ মাস রহমত, মাগফিরাত নাজাত উনাদের অধিকারী হলো তাহা এখানে সংক্ষেপে উল্লেখ করা হলো

সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মু আবীহা হযরত যাহরা আলাইহিস সালাম উনার পবিত্র বিছাল শরীফ উনার দিবস হচ্ছে পবিত্র ৩রা রমাদ্বান শরীফ
). উম্মুল মুমিনীন হযরত কুবরা আলাইহাস সালাম; ). উম্মুল মুমিনীন হযরত ছিদ্দীকা আলাইহাস সালাম; ). বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুন নিছা হযরত রুকাইয়া আলাইহাস সালাম; ). আমিরুল মুমিনীন, খলীফাতুল মুসলিমীন, ইমামুল আউওয়াল, বাবুল ইলম, দামাদে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাদের পবিত্র বিছাল শরীফ উনার দিবস হচ্ছে পবিত্র ১৭ই রমাদ্বান শরীফ ). উক্ত পবিত্র ১৭ই রমাদ্বান শরীফ দবসেই পবিত্র দ্বীন ইসলাম উনার প্রথম জিহাদবদর জিহাদসংঘটিত হয় ). উক্ত পবিত্র ১৭ই রমাদ্বান শরীফ দবসেই পবিত্র মক্কা শরীফ বিজয় সংঘটিত হয়
মহামহিমান্বিত আযীমুশ শান ৯ই রমাদ্বান শরীফ খলীফাতুল উমাম, লখতে জিগারে মুজাদ্দিদে যম, মুজাদ্দিদে যমে ছানী, কুতুবুল আলম, ওলীয়ে মাদারজাত, ছাহিবুল খাইর, মুত্বহিরুল যীম, নূরে মুকাররম, শামসে ইলাহী, মাহবুবে ইলাহী, নূরে রহমানী, ছাহিবে জামিউল মাক্বামত, জামিউল আলক্বাব, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত শাহযাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার বেমেছাল সম্মানিত বিলাদত শরীফ যা আমাদের জন্য তথা কুল-কায়িনাতের জন্য সব ঈদের সেরা ঈদ
পহেলা রমাদ্বান শরীফ হচ্ছে- সাইয়্যিদুল আউলিয়া, গাউছুল যম হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি উনার বিলাদত শরীফ উনার সুমহান দিন তিনি ইলমে তাছাওউফের বিশ্ববিখ্যাত এবং মশহুর তরীক্বা ক্বাদিরিয়া তরীক্বা উনার সম্মানিত ইমাম এবং বুযুর্গ পিতা-মাতা রহমতুল্লাহি আলাইহিমা উনাদের উভয় দিক থেকে তিনি আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদত শরীফ উপলক্ষে তাই সকল মুসলমানদের উচিত- উনার পবিত্র জীবনী মুবারক আলোচনা করা, মীলাদ শরীফ দোয়ার মাহফিলের আয়োজন করা
১৪৩৪ হিজরী সনের জন্য ছালিছ ১৩৮১ শামসী, আগস্ট ২০১৩ ঈসায়ী, ইয়াওমুল ইছনাইনিল আযীমি বা সোমবার শরীফ দিবাগত রাত হচ্ছেপবিত্র লাইলাতুল ক্বদর
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে পবিত্র রমাদ্বান শরীফ উনার হাক্বীক্বী হক্ব আদায় করার, তাক্বওয়া হাছিল করার তাওফীক দান করুন আমীন

No comments:

Post a Comment