Sunday, November 23, 2014

পবিত্র ছফর মাস উনার চাঁদ দেখা যায়নি ॥ * আগামী ২৩ ছফর ১৪৩৬ হিজরী হিসেবে আগামী ১৮ সাবি’ ১৩৮২ শামসী, ১৭ ডিসেম্বর ২০১৪ ঈসায়ী পালিত হবে- ‘পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ’

* আর পবিত্র ২৮ ছফর শরীফ (২৩ সাবি১৩৮২ শামসী, ২২ ডিসেম্বর ২০১৪ ঈসায়ী)
সাইয়্যিদুনা ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার
এবং দ্বিতীয় সহস্রাব্দের মহান মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনাদের
পবিত্র বিছাল শরীফ দিবস।

যামানার ইমাম ও মুজতাহিদ, কুতুবুল আলম, কাইয়্যুমুয যামান, মুজাদ্দিদে আযম, গাউছুল আযম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস উনার সংবাদ অনুযায়ী পুরো বাংলাদেশের আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় গতকাল ইয়াওমুল আহাদ বা রোববার দিবাগত সন্ধ্যায় ১৪৩৬ হিজরী সনের পবিত্র ছফর মাস উনার চাঁদ দেখা যায়নি।

যদি একটি মাত্র সুন্নত উনার অনুসরণ করতে পারি তাহলে......

আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো তাহলে আমি, প্রত্যেক নামাযের পূর্বে মিসওয়াক করাকে ওয়াজিব করে দিতাম।এই পবিত্র হাদীছ শরীফ উনার দ্বারা আমরা বুঝতে পারলাম যে, মিসওয়াক করা খাছ সুন্নত উনার অন্তর্ভুক্ত। মিসওয়াক উনার অনেক ফাযায়িল-ফযীলত রয়েছে। যেমন উম্মুল মুমিনীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, “মিসওয়াক মৃত্যু ব্যতীত সমস্ত রোগের আরোগ্য দানকারী।সুবহানাল্লাহ!