Monday, November 14, 2016

ভাবুক মনের কথা


একের পর এক পবিত্র জুমুয়াহ শরীফ দিনে খেলার সূচি নির্ধারণ করা হচ্ছে।


.................
পবিত্র দ্বীন ইসলাম উনার ফতওয়া মুতাবিক "সমস্ত খেলাধুলাই হারাম-নাজায়িয" আর সে অনুযায়ী মুসলমান উনাদের ফরয ছিল সর্বপ্রকার খেলাকে বয়কট করা, খেলা থেকে নিজেকে দুরে রাখা। কিন্তু মুসলমান উনাদের অবস্থা এমন হয়েছে- খেলা থেকে বিরত থাকাতো দুরের কথা নামায-কালাম, রোযা-ইফতার-সাহরী, জুমুয়ার নামায আদায় হোক বা না হোক খেলা যথাসময় দেখতে হবে, উপভোগ করতে হবে। এতে যদি ইসলাম বাদ দিতে হয় তবুও রাজি। (নাউযুবিল্লাহ)