Saturday, March 22, 2014

সোনারঙের হাতছানি দিয়ে ডাকছে ‘সোনারচর’

ভূমিকা:
সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে দিগন্তরেখা ছুঁয়ে যাওয়া বিস্তৃত সৈকতের বুকে। ফেনিল নোনা পানিতে ভেজা তটরেখায় লাল কাঁকড়াদের ছুটাছুটি। খানিক দূরে ঝাউ বাগানের ভেতর দিয়ে বয়ে চলা বাতাসের শো শো আওয়াজ। ঝাউ গাছের ঝরা পাতাগুলো শুকনো বালুর উপর যেন কার্পেটের নরম বিছানা পেতে রেখেছে। এর মাঝে পাখিদের কলকাকলি সমুদ্রসৈকতের অপরূপ রূপকে করে তুলেছে আরও আকর্ষণীয়। এ হচ্ছে সোনারচরের সৌন্দর্যের এক ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ।
18