Thursday, August 29, 2013

মাদকে বুঁদ বাংলাদেশ॥ কাফির নিয়ন্ত্রিত দেশগুলো থেকে অবাধে আসছে মাদক



সমাজের এমন কোনো জায়গা নেই যেখানে মাদক নেই পুলিশ ফেনসিডিল পান করছে কতিপয় ডাক্তার অপারেশনে যাওয়ার আগে ফেনসিডিল সেবন করে যায় ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজনের কেউ না কেউ গাঁজা-ফেনসিডিলের মতো মাদকে আসক্ত মাদক এখন মহামারি আকার ধারণ করেছে বলতে দ্বিধা নেই, মাদকদ্রব্যের বেশকিছু কারখানা শিল্প আছে দেশের বিভিন্ন জায়গায়কথাগুলো বলেছিলেন ৎকালীন ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি মোখলেসুর রহমান ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে ঈদোত্তর অপরাধ বিষয়ক সভায় তিনি এসব কথা বলেছিলেন সেদিন তিনি আরো বলেছিলেন, ‘সমাজে মূল্যবোধের অবক্ষয় সর্বনিম্ন পর্যায়ে