পদ্মা ১৪ সেমি এবং মহানন্দায় পানি হ্রাস পেলেও চাঁপাইনবাবগঞ্জের পানিবন্দি মানুষের দুঃখ দুর্দশা চরম পর্যায়ে রয়েছে। বন্যা উপদ্রুত এলাকায় বিশুদ্ধ পানি, খাদ্য, ওষুধ ও গবাদি পশুর খাদ্যের তীব্র সংকট রয়েই গেছে।
পানি কমার সঙ্গে সঙ্গে আলাতুলি, নারায়ণপুর ও পাঁকা ইউনিয়নে পদ্মায় তীব্র ভাঙন শুরু হয়েছে। গত ২ সপ্তাহে প্রায় ২ হাজার ৫শ পরিবার তাদের বসতভিটা হারিয়ে গৃহহারা হয়ে পড়েছে।