Sunday, October 6, 2013

ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ আন্তঃনগর ট্রেনের দাবি উপেক্ষিত বহু বছর ধরে



চাঁপাইনবাবগঞ্জের মানুষের ঢাকা যাতায়াতের দুর্ভোগ লাঘবসহ ব্যবসা-বাণিজ্য প্রসারের জন্য বহু বছর ধরে সরাসরি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেন চালুর দাবি এখনও উপেক্ষিত। এনিয়ে ক্ষুব্ধ সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্য থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। দাবিটি চাঁপাইনবাবগঞ্জের মানুষের শীর্ষদাবি হিসেবে চিহ্নিত করে বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা শ্রেণীপেশার মানুষ বহুবার বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন করেছে। সাধারণ মানুষের জোরালো দাবির মুখে এবং রেল যোগাযোগ ব্যবস্থা জোরদার করতে ১৫৬ কোটি টাকা রাজশাহী-রহনপুর বর্ডার এবং আমনুরা-চাঁপাইনবাবগঞ্জ সেকশনগুলো পুনর্বাসন প্রকল্প নামের একটি নতুন প্রকল্প গ্রহণ করে বাংলাদেশ রেলওয়ে, যা অনুমোদন হয় ২০০৭ সালে। মাঝখানে দীর্ঘ বছর প্রকল্পের নানামুখী দাফতরিক কর্মকর্তা শেষে ২০১১ সালে ঠিকাদার নিয়োগসহ অন্যান্য কাজ শুরু হলেও এর আর কোন অগ্রগতি নেই।

পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার প্রথম দশ দিন ও দশ রাত্র অত্যন্ত ফযীলতপূর্ণ



হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহু হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “বান্দা যত ইবাদত করে থাকে তন্মধ্যে পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার প্রথম দশ দিনের ইবাদত মহান আল্লাহ পাক উনার নিকট সবচেয়ে বেশি প্রিয় প্রতিদিনের রোযা- এক ৎসর রোযার সমান; প্রতি রাত্রের ইবাদত- পবিত্র ক্বদর উনার রাতের ইবাদতের সমান ফযীলতপূর্ণসুবহানাল্লাহ!