Monday, January 7, 2013

“মাহে ছফর, আখিরী চাহার শোম্বাহ শরীফ” ও সংশ্লিষ্ট আলোচনা

এক নজরে ছফর মাস

মহান আল্লাহ পাক রব্বুল আলামীন উনার পক্ষ থেকে বান্দার প্রতি গণনার সুবিধার্থে দান করা ১২টি মাসের মধ্যে পবিত্র ছফর মাস গুরুত্বপূর্ণ। এ মাসটি অবারিত রহমত, বরকত, সাকীনা ও মাগফিরাত দ্বারা বেষ্টিত। সুবহানাল্লাহ!
এক নজরে ছফর মাসের মূল বিষয়গুলো

পৃথিবীর ইতিহাসে এই প্রথম রাজারবাগ দরবার শরীফে ৫৬ দিনব্যাপী আয়োজিত সাইয়্যিদুল আ’ইয়াদ মাহফিলে আপনারা সকলেই আমন্ত্রিত

আসন্ন সাইয়্যিদুল আ'ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ'যম, সাইয়্যিদে ঈদে আকবর, পবিত্র ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে রাজারবাগ দরবার শরীফ-এ ৫৬ দিন ব্যাপী আজীমুশ শান মাহফিলের আয়োজন করা হয়েছে। ২৬ দিন প্রতিযোগীতা, ২৭ দিন ওয়াজ এবং ৩ দিন সামা শরীফ