Wednesday, January 15, 2014

ভোলাহাটে ইউএনও’র কম্বল বিতরণ

ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত বুধবার সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে ভাসমান অসহায়দের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন। উপজেলার তাঁতীপাড়া, মেডিকেল মোড়, কাশিমপুর, পীরানচক, আলী সাহাসপুর, দলদলী, বজরাটেক, পঞ্চানন্দপুর, আদাতলার বিধাব ও রাস্তার পাশে রাত কাটানো অসহায়দের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেতের সাথে উপজেলা প্রকল্প বস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, ভোলাহাট প্রেস ক্লাবের সভাপতি গোলাম কবির, সিনিয়ার সংবাদিক ভোলাহাট প্রেস ক্লাবের সদস্য শরিফুল ইসলাম শরীফ ও সাংবাদিক রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

ভোলাহাটে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নব নির্বাচিত এমপি গোলাম মোস্তফাকে গণসংবর্ধনা

 গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয় ছিনিয়ে শপথ গ্রহণের পর মঙ্গলবার ভোলাহাটের নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলীর সভাপতিত্বে চাঁপাইনবাগঞ্জ-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

সাইয়্যিদাতুন নিসা হযরত মা আমিনা আলাইহাস সালাম উনার রচিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ না’ত শরীফ উনার অনুবাদ ও শাব্দিক অর্থ


وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ.
অর্থ: “নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্র উনার অধিকারী।” (পবিত্র সূরা ক্বলম শরীফ : পবিত্র আয়াত শরীফ ৪)
পবিত্র হামদ শরীফ, পবিত্র না’ত শরীফ, পবিত্র ক্বাছীদা শরীফ লেখা, পাঠ করা, পাঠ করতে সাহায্য করা, শ্রবণ করা ইত্যাদি সবকিছুই খাছ সুন্নতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অন্তর্ভুক্ত। বাংলায় যাকে গযল ও কবিতা বলা হয়। তবে এসব ক্ষেত্রে গান ও সংগীত শব্দগুলো ব্যবহার করা হারাম নাজায়িয। কারণ, পবিত্র দ্বীন ইসলামে গান ও সংগীত বলতে কিছু নেই। গান, গীতি ও সংগীত শয়তানী ইবলীসী কার্যকলাপ। যা সম্মানিত শরীয়তে সম্পূর্ণ নাজায়িয ও হারাম।

মুবারক হো সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর, পবিত্র ঈদে বিলাদতে ইমামুল উমাম হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম।

 ইমামুল উমাম ইমাম মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সবার জন্য ফরয-ওয়াজিব। মুবারক হো সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর, পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপনের ঘনঘটা উম্মত হিসেবে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি আমাদের মুহব্বতের মাপকাঠির সূচক নির্দেশ করে।