আজ ২৯শে জুমাদাল উলা (৩১ আশির
১৩৮১ শামসী, ৩১ মার্চ ২০১৪ ঈসায়ী), ইয়াওমুল ইছনাইনিল আযীম বা সোমবার শরীফ দিবাগত সন্ধ্যায়
সূর্যাস্তের পর বাংলাদেশে (১৪৩৫ হিজরী সনের) পবিত্র জুমাদাল উখরা মাস উনার চাঁদ তালাশ
করতে হবে। আজ ইয়াওমুল ইছনাইনিল আযীম বা সোমবার শরীফ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে
আগামীকাল ০১ হাদি আশার ১৩৮১ শামসী, ০১ এপ্রিল ২০১৪ ঈসায়ী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার
হবে ১৪৩৫ হিজরী সনের পবিত্র জুমাদাল উখরা মাস উনার পহেলা তারিখ মুবারক।
আর আকাশ মেঘে (অথবা কুয়াশা, ধূলাবালি
ইত্যাদিতে) যদি ঢাকা (আচ্ছন্ন) থাকে অথবা অন্য কোনো কারণে আজ ইয়াওমুল ইছনাইনিল আযীম
বা সোমবার শরীফ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখতে না পাওয়া যায়, তবে পবিত্র জুমাদাল উলা শরীফ
মাস ৩০ দিন পূর্ণ করে আগামী ০২ হাদি আশার ১৩৮১ শামসী, ০২ এপ্রিল ২০১৪ ঈসায়ী ইয়াওমুল
আরবিয়া বা বুধবার হবে পবিত্র জুমাদাল উখরা মাস উনার পহেলা তারিখ মুবারক।
উল্লেখ্য, ১৪৩৫ হিজরী সনের পবিত্র
জুমাদাল উখরা মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের
জন্য আজ ইয়াওমুল ইছনাইনিল আযীম বা সোমবার শরীফ দিবাগত সন্ধ্যায় আনজুমানে আল বাইয়্যিনাত
রুইয়াতে হিলাল মজলিস উনার এক আলোচনা সভা পবিত্র রাজারবাগ শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে
অনুষ্ঠিত হবে। সারা দেশের আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস উনার সকল প্রতিনিধিকে
অতি সতর্কতার সাথে চাঁদ তালাশ করতে হবে।
বাংলাদেশের যে কোনো স্থান থেকে
যারা চাঁদ দেখতে পাবেন তাদেরকে আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস উনার নিম্নলিখিত
নম্বরসমূহে তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
মোবাইল নম্বরসমূহ- ০১৭১৩-৪৫৬৮৬৫,
০১৮২৭-১৯০৪৯৩, ০১৭১১-২৭২৭৮৫, ০১৭১১-১৭৮৬৬১, ০১৭১২-৮১৯১৭৭, ০১৭১২-২২১২৬৭, ০১৭১১-২৩৮৪৪৭,
০১৭১৪-৬২৭৩৮৮, ০১৭১৬-৬৬৫৬৯৩, ০১৫৫২-৪১৫২৩৩, ০১৭১১-২৭২৭৮২।
বাংলাদেশের জন্য ১৪৩৫ হিজরী সনের পবিত্র জুমাদাল উখরা মাস
উনার চাঁদের রিপোর্ট :
আত-তাক্বউইমুশ শামসী বর্ষপঞ্জির
হিসাব অনুসারে বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী জিরো মুন (অমাবস্যা) সংঘটিত হয়েছে ৩১
আশির ১৩৮১ শামসী, ৩১ মার্চ ২০১৪ ঈসায়ী, ইয়াওমুল ইছনাইনিল আযীম বা সোমবার শরীফ রাত ১২টা
৪৭ মিনিটে (পূর্বাহ্ন)।
বাংলাদেশ পবিত্র জুমাদাল উখরা
মাস উনার চাঁদ তালাশ করবে আজ ৩১শে আশির ১৩৮১ শামসী, ৩১ মার্চ ২০১৪ ঈসায়ী, ইয়াওমুল ইছনাইনিল
আযীম বা সোমবার শরীফ। আজ চাঁদের বয়স হবে মাত্র ১৭ ঘণ্টার কিছু বেশি। দিগন্তরেখার উপর
চাঁদের উচ্চতা থাকবে মাত্র ৭ ডিগ্রি ৩৫ মিনিট। কৌণিক দূরুত্ব হবে ৮ ডিগ্রি ৩৩ মিনিট।
চন্দ্রাস্ত এবং সূর্যাস্তের সময়ের পার্থক্য হবে মাত্র ৩৯ মিনিট। চন্দ্র ও সূর্যের আযিমাত
থাকবে ২৭৫ ডিগ্রি। স্বাভাবিকভাবে চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে আকাশ বৃষ্টি
হয়ে খুব বেশি পরিষ্কার হয়ে গেলে চাঁদ দেখা যাওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা থাকতে পারে।
No comments:
Post a Comment