Tuesday, April 1, 2014

মুসলমানদের এপ্রিলফুল পালন করা কুফরী

প্রতিবছর পহেলা এপ্রিল মুসলমানদের ঘরে ঘরে কার্যালয়ে একে অপরকে ধোকা দিতে বা ঠকিয়ে প্রতারণা করতেএপ্রিলফুল পালনের নিয়ম এখনও আছে অথচ মুসলমানদের এপ্রিলফুল পালন করা কুফরী বা হারাম মূলত পহেলা এপ্রিলে যারা ধোকা দিয়ে কৌতুক করে বা অপরকে ঠকানোর আনন্দে বিভোর হয়, তারা মিথ্যা প্রতারণা করে কবিরা গুনাহ করছে যারা এপ্রিলফুল পালন করছে, তারা দিনটিতে লাখ লাখ মুসলমানের ওপর জুলুমকারী শহীদকারীদের দলে নিজেদের নাম সন্নিবেশিত করে কাফিরদের সাথে আনন্দ প্রকাশ করে মুরতাদের খাতায় নাম লেখায়


অথচ মুসলমানরা তাদের গৌরবময় ইতিহাস ঐতিহ্য সম্পর্কে বেখেয়াল মুসলমানরা তাদের স্বর্ণযুগ সারাবিশ্বে নিজেদের বিস্তীর্ণ জ্ঞান বিজ্ঞানের অভূতপূর্ব অবদান ইত্যাদি সম্পর্কে কোন খোঁজই রাখে না অপরদিকে, কাফির বা বিধর্মীরা যে মুসলমানদের কত মর্মান্তিক জুলুম করেছে এবং নির্মমভাবে শহীদ করেছে সে খবরও জানা নেই পহেলা এপ্রিল বা এপ্রিলফুলের দিনে রয়েছে লাখ লাখ মুসলমানকে প্রতারণা করে শহীদ করার নির্মম ইতিহাস ইতিহাস সাক্ষী, স্পেনে মুসলিম শাসনের অবসানের পর এদিনে রাজা ফার্ডিনান্ড-এর আদেশে মসজিদগুলোকে মুসলমানদের জন্য নিরাপদ ঘোষণা করা হয় এবং বলা হয় মসজিদে যেসব মুসলমান আশ্রয় নিলে তারা নিরাপদ থাকবে মুসলমানরা সেদিন সরল বিশ্বাসে মসজিদে আশ্রয় নিলে তাদের আবদ্ধ করা হয় পরে তালাবদ্ধ মসজিদগুলোতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে মুসলমানদের পুড়িয়ে শহীদ করা হয় নির্দয় ঘটনার পর খ্রিস্টানরাএপ্রিলফুলএপ্রিলফুল বলে অট্টহাসি দিয়ে চিৎকারে মেতে উঠেছিল ১৪৯২ সালের আজকের দিনে আর এটাই হচ্ছে এপ্রিলফুলের হৃদয়বিদারক ইতিহাস তাই খ্রিস্টানরা দিন উল্লাসের সাথে চিৎকার করলেও মুসলমানদের জন্য ভাষাহীন বেদনাদায়কের দিন কারণ একটি মুসলিম সভ্যতাকে প্রতারণা করে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয় কাজেই দিনে স্পেনের লাখো মুসলমানের বুকের রক্ত¯্রােত সম্পর্কে আজকের মুসলমানদের অজ্ঞ থাকা উচিত নয় তাই দিনের হৃদয়বিদারক ইতিহাস থেকে সচেতন হয়ে এপ্রিল পালন নয় বরং মুসলমান হত্যাকারীদের প্রতিহত করতে জজবা পয়দা করতে হবে

No comments:

Post a Comment