ভোলাহাট ( চাঁপাইনবাবগঞ্জ)
প্রতিনিধি: গতকাল পর্যন্ত ভোলাহাটে টানা ৬ দিন ১৪৪ ধারা জারি ছিল। এরই মধ্যে সারা দেশে বিএনপি’র সকাল-সন্ধ্যা ডাকা হরতালে গতকাল মঙ্গলবার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন
স্থানে খন্ড খন্ড মিছিল করে। তবে শান্তিপূর্ণভাবে
হরতাল পালন হয়েছে। কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গতকাল সকাল ১০টার দিকে মুশরীভূজা হতে একটি বিশাল মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ করে মেডিকেল মোড় সংলগ্ন আমবাগানে উপজেলা বিএনপি সিনিয়ার সহ-সভাপতি মাহাতাব
উদ্দিনের সভাপতিত্বে পথ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সহ-সভাপতি আঃ সোবহান মাস্টার, উপজেলা সাঃ সম্পাদক মোজাম্মেল হক চুটু, সদস্য আঃ করিম, বিএনপি নেতা আবু মোতালেব, যুব নেতা শহীদুল্লাহ, উপজেলা ছাত্র দল নেতা কায়সার আহম্মেদ প্রমুখ। অপরদিকে একই সময় ফুটানিবাজার হতে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ
শেষে ইমামনগর বাজারে শেষ করে উপজেলা বিএনপি সহ-সভাপতি প্রভাষক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি
সহ-সভাপতি আঃ কাদের, সহ-সেক্রেটারী শফিকুল ইসলাম তোতা, সদস্য হাতেমতাই কবির, উপজেলা যুবদলের সভাপতি বেলাল উদ্দিন, সাঃ সম্পাদক মুন্সুর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর
রহমান, উপজেলা ছাত্রদল সভাপতি
সেলিম রেজা , সিনিয়ার সহ-সভাপতি
মনিরুল ইসলাম মনির প্রমুখ। অপর একটি গ্রুপ বাবুল
আক্তারের নেতৃত্বে উপজেলার খাসপাড়া হয়ে মান্নুমোড় পর্যন্ত একটি মিছিল বের করেন। সকাল-সন্ধ্যা বিএনপি’র ডাকা হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ১৪৪ ধারা জারি এলাকা উপজেলা পরিষদ চত্বর, থানা চত্বর ও মেডিকেল মোড়ে দোকান পাঠ খোলা ছিল। তবে আন্তঃজেলা বা দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। সরকারি অফিসের কাজ চলতে দেখা গেছে। উল্লেখ্য, মওদুদীবাদী জামাত-শিবিরের হামলা আতঙ্ক জনমন
থেকে কাটেনি। অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়ন রয়েছে।
No comments:
Post a Comment