Tuesday, April 9, 2013

ইসলামবিদ্বেষী ‘ব্লগার’ প্রসঙ্গে বাংলানিউজ২৪.কম-এর প্রশ্ন এবং আমার প্রসঙ্গ কথা




ব্লগারদের তালিকা তৈরির নেপথ্যে কে?’ -এই শিরোনামের প্রতিবেদনে গত রোববার (৭ এপ্রিল ২০১৩ ঈসায়ী) একটি তীর্যক প্রশ্ন ছুড়েছে প্রতিবেদক শেরিফ আল সায়ার, ইয়ুথ এনগেজমেন্ট এডিটর বাংলানিউজটোয়েন্টিফোর.কমপ্রশ্নটি হচ্ছে- আলেম সমাজ কি ব্লগ বোঝেন?’
আমি বলবো, হ্যাঁ, বুঝেনযারা প্রকৃত আলিম উনারা শুধু ব্লগ না; জ্ঞানের সবকিছুই উনারা বুঝেন, জানেনকোনটা ব্লগ এবং ব্লগ কি- একমাত্র উনারাই ঠিকমত বুঝেন
আসলে কূয়োর ব্যাঙ বিধায় আলিম কে বা কাকে বলে- এটাই জানে না বলেই এরূপ মূর্খসূচক প্রশ্ন রেখেছে যে- আলিম সমাজ কি ব্লগ বুঝেন? আসলে চোঙা পেন্টুল পরা এ জাহিলরাই নিজ ধর্ম ও দেশের মুহব্বত বিকিয়ে দিয়ে কাফিরের দালালী করেআর ভাবে নিজেরা মহাজ্ঞানী! মুখে ফুটে কথার ফুলঝুরি!! চোরের মায়ের বড় গলাআর কি!!!!
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশে ব্লগের জন্মই দেয়া হয়েছে, রাজাকার ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের আড়ালে মুসলমানদের মধ্যে ফিতনা তৈরির জন্যবাংলাদেশকে একটি নামেমাত্র দেশ বানানোর লক্ষ্যেসাম্রাজ্যবাদীদের চক্রান্তের ছলাকলা প্রকাশ করার উদ্দেশ্যেশোষক পুঁজিবাদী, যালিম সাম্রাজ্যবাদী ও অন্ধ মৌলবাদী সন্ত্রাসী কাফির গোষ্ঠীর হাতিয়ার হিসেবেযা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ভিত তৈরি করবে
এই ব্লগগুলা গুমরাহ, ভন্ড, প্রবৃত্তির পূজারী লালন ফকিরের (সব বিধর্মীদের) অপবিত্রতাকে পবিত্রতা, দুর্গন্ধকে সুগন্ধ, অশ্লীলতাকে শালীনতা বলে প্রচার করার জন্য সর্বদায় তপরমুসলমানদের উপর সব বিধর্মীদের সন্ত্রাসী ও আগ্রাসী হামলাগুলোকে সময়ের প্রেক্ষাপটে অতি দরকারি বলে প্রচার করা ও বাহাবা দেয়ার জন্য নিবেদিতপ্রাণতাদের মতে, পৃথিবীতে ইসলাম ব্যতীত সব সভ্য ধর্ম এবং ইসলাম একমাত্র ব্যাকডেটেড ধর্মনাউযুবিল্লাহ!
এই ব্লগগুলাতে কুসংস্কার, বানোয়াট, ভিত্তিহীন যতসব ধর্ম আছে সবই হয়ে যায় পৃথিবীর সেরাঅন্ধত্বের অনুসরণ, প্রকৃতির পূজা, বেহায়াপনা, অশ্লীলতা, নোংরামী, গো-চনা ভক্ষণ ইত্যাদির প্রশংসা হলেও পবিত্র দ্বীন ইসলাম উনার প্রশংসা করা যাবে নাযত পারো আমদের সাথে মদ-গাজা খাও, বেলেল্লাপনা করো আর ইসলাম উনার বিরুদ্ধে বলআর বিরুদ্ধে না বললে অন্তত বিধর্মীরা যে মুসলিম নিধন চালাচ্ছে তাতে মানবতার লেবাস চড়াও; বিধর্মীদের মানবতার জয়গান প্রচার করোকিন্তু কোনোমতেই পবিত্র দ্বীন ইসলাম উনার প্রশংসা করা যাবে নাশোষক পুঁজিবাদী, যালিম সাম্রাজ্যবাদী ও অন্ধ মৌলবাদী সন্ত্রাসী কাফির গোষ্ঠীর যুলুম ও নোংরামীগুলো তুলে ধরতে পারবে নাশোষক পুঁজিবাদী, যালিম সাম্রাজ্যবাদী ও অন্ধ মৌলবাদী সন্ত্রাসী কাফির গোষ্ঠীর নোংরামীগুলো তুলে ধরলেই ব্যান্ডআর মুসলমান উনাদেরকে অন্ধ মৌলবাদী সন্ত্রাসী অপবাদ লেপন করে তাদের বিরুদ্ধে বলতে পারলে বিদেশে ললনা নারীর সেবা অপেক্ষা করবে। (নাউযুবিল্লাহ)
যাই হোক মূল প্রশ্নের উত্তর দিতে গিয়ে অন্যদিকে হাঁটা দিয়েছিলামঅর্থা মুক্তমনা দাবিদার অথচ কাফিরদের পদলেহী অন্ধ ষাঁড় তথা নাস্তিক ব্লগার ও নাস্তিক্যবাদের পৃষ্ঠপোষকতাকারী ব্লগগুলোর গতি-প্রকৃতি বর্ণনা করতে অনেক বিস্তৃত পথে চলে যাচ্ছিলামকলেবর কম, তাই ফিরে আসলামএখন উত্তর দেয়া যেতে পারে
আগেই বলেছি- যিনি আলিম হবেন তিনি ব্লগ কি তা জানেন ও বুঝেনআর যদি প্রকৃত আলিম না হন তাহলে ব্লগ কি তা বুঝবেন না, এটাই স্বাভাবিক
ব্লগ মানে হলো- অনলাইনে ব্যক্তিগত দিনলিপি বা ডায়েরিআগের দিনে মানুষ কাগজে ডায়েরি লিখতো; এখন লেখে অনলাইনেদুই ধরনের ব্লগ দেখা যায়, একটি সিঙ্গেল ইউজার ব্লগ, অন্যটি মাল্টি ইউজার ব্লগসিঙ্গেল ইউজার ব্লগে একজন বা শুধুমাত্র নির্দিষ্ট কয়েকজন ব্যবহারকারী লিখে থাকে, যেখানে অন্য অনলাইন ব্যবহারকারীরা তাদের মন্তব্য করতে পারবে না
আর মাল্টি ইউজার ব্লগ হলো একটা সোশ্যাল মিডিয়া; যেখানে কয়েকশত বা হাজার থেকে শুরু করে লক্ষ-কোটি ব্যবহারকারী তাদের ব্লগে পোস্ট এবং মন্তব্য প্রকাশ করতে পারেযেমন http://www.mjsbholahat.blogspot.com/ ব্লগ একটি সিঙ্গেল ইউজার এবং http://www.shobujbanglablog.net/ ব্লগ একটি মাল্টি ইউজার কমিউনিটি ব্লগ

প্রতিটি ব্লগই নিজস্ব নীতিমালায় চলেসেখানে কর্তৃপক্ষ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যেকোনো ধরনের ব্যক্তি আক্রমণ করা পোস্ট, ধর্মীয় অনুভূতিতে আঘাতহানা পোস্ট, মিথ্যা তথ্য পরিবেশন করা পোস্ট, মানহানিকর পোস্ট, স্প্যামিং হ্যাকিং ইত্যাদি সাইবার অপরাধজনিত পোস্ট বাতিল করার ক্ষমতা রাখে
সবুজবাংলা ব্লগ একমাত্র ব্লগ- যারা ঈমানী কুওয়াতে এতো বলীয়ান যে, পবিত্র দ্বীন ইসলাম উনার চুল পরিমাণ বিরোধিতা বরদাস্ত করেন না; পাশাপাশি দেশপ্রেমে এতো বেশি উজ্জীবিত যে, বাংলাদেশের স্বাধীনতাবিরোধী যেকোনো প্রচারণা ও প্রকাশনা নিষিদ্ধ মনে করেন
সবুজবাংলা ব্লগ-এর নিজস্ব বলিষ্ঠ পলিসি/নীতিমালা রয়েছে, যাতে বলা হয়েছে- প্রকাশিত লেখা ও মন্তব্যের দায় একান্তই লেখক বা মন্তব্যকারীর, সবুজবাংলা ব্লগ কর্তৃপক্ষ এজন্য দায়ী ননব্লগ কর্তৃপক্ষ কোনোভাবেই কোনো ব্লগারের ব্যক্তিগত লেখার দায় বহন করবে নাতারপরও শত শত ব্লগ পোস্ট ফিল্টার ও মডারেট করা হয়
অপরদিকে অন্য ব্লগগুলাতে এরকম কিছু নীতিমালা জুড়লেও পবিত্র দ্বীন ইসলাম উনার অবমাননার বেলাই তা চোখে দেখে নাতখন তারা অন্ধ হয়ে যায়মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে পাগলের মতো প্রলাপ জুড়ে বলে যে- এত মডারেট করা সম্ভব নয়কিন্তু আপনি একটা হিন্দু বা ইহুদীদের গোমর ফাঁসমূলক পোস্ট দেন, সাথে সাথে পোস্ট মুছে ফেলবে তো ফেলবে, আপনাকেও ব্লগের বাইরে যাওয়ার প্রস্তুতি নিতে বলবে অর্থা ইসলামবিদ্বেষীতে তারা ষোলআনা টাইম পায়আর সেভাবেই কাজ করে থাকে
এখন কথা হচ্ছে- সাংবাদিক শেরিফ আল সায়ার (ইয়ুথ এনগেজমেন্ট এডিটর বাংলানিউজটোয়েন্টিফোর.কম) কি পবিত্র দ্বীন ইসলামউনার অক্ষর/শব্দের এবং আলিমউনার অক্ষর/শব্দের হাক্বীক্বীত বলার নুন্যতম যোগ্যতা রাখে? কখনোই রাখে নাতাহলে আলিমউনাদের বিষয়ে সে কি বুঝবে? তার জ্ঞানতো চটি বই পড়ার জ্ঞানআলিমউনাদের বিষয়ে তার উপলব্ধি কোথায়? যারা ২৪টা ঘন্টা গুমরাহীমূলক ধান্দা, অন্ধত্ব, কুসংস্কার, মৌলবাদী কাফিরের গোলামী, হারামীপনা, বেহায়াপনা, নাস্তিকতার মধ্যে কাটায়, তারা আলিম বিষয়ে যেকোনোও প্রশ্ন করার দুঃসাহস কোথায় পায়? মূর্খের রাজ্যে থেকে আলিমবিষয়ে এমন মনগড়া, বিভ্রান্তিকর কোনোও কথা আমরা বাংলার মুসলমানরা শুনতে চাই না
আর যদি সে ধর্মব্যবসায়ী মাওলানাদের বিষয়ে বলতে চায়, তাহলে তার বা তার গোষ্ঠীর নামের উদ্ধৃতি দিয়ে বলবেএতে বাংলার মুসলিম জনগণের তথা আলিম সমাজের কোনোও আক্ষেপ ও অভিযোগ থাকবে নাকেননা আলিমউনারাই একমাত্র সম্মানিত ও সর্বাধিক জ্ঞানের অধিকারীএকমাত্র পবিত্র দ্বীন ইসলামই হলো জ্ঞানের আকরকথিত বিশ্ববিদ্যালয়ের কথিত ডিগ্রিধারীরা কখনোই প্রকৃত জ্ঞানী নয়সামান্য হুনরের অধিকারী মাত্রকথিত বিশ্ববিদ্যালয়ের কথিত ডিগ্রিধারীদের ডিগ্রি পরকালে কাজে দিবে কি? মোটেই নাশুধুমাত্র কাজে দিবে পবিত্র দ্বীন ইসলাম উনার ইলম এবং সে অনুযায়ী নেক আমলতাহলে কথিত বিশ্ববিদ্যালয়ের কথিত ডিগ্রিধারীদের ডিগ্রির মূল্য কি কিছু রইলো? কথিত বিশ্ববিদ্যালয়ের কথিত ডিগ্রিধারীরা যতই অহমিকা প্রকাশ করুক না কেন- পবিত্র দ্বীন ইসলাম উনার ইলম অর্জন এবং সে অনুযায়ী নেক আমল করা ব্যতীত তাদেরকে জাহান্নামের ইন্ধন হতে হবেতখন কী অবস্থা হবে ভেবে দেখেছে কি তারা? প্রস্তুতি গ্রহণ করুক তারা; কেননা মৃত্যু অবধারিত
সাংবাদিক শেরিফ আল সায়ার (ইয়ুথ এনগেজমেন্ট এডিটর বাংলানিউজটোয়েন্টিফোর.কম) আপনি কতো বড় জ্ঞানী, আসেন- সবুজবাংলা ব্লগের ব্লগারদের সাথে দ্বীনী ও দুনিয়াবী কোন জ্ঞান নিয়ে বাহাছ করতে চান! আপনার জ্ঞানের দৌড় দেখতে আগ্রহী আলিম ও আল্লামা ব্লগারা
http://mjsbholahat.blogspot.com/2013/04/blog-post_9521.html#more

http://www.shobujbanglablog.net/43876.html#more-43876

No comments:

Post a Comment