Tuesday, July 30, 2013

ভোলাহাটে পাউবোর্ডের কাজে চরম ঘাপলার অভিযোগে জনতার চাপের মুখে কাজ বন্ধ



ভোলাহাটে পানি উন্নয়ন বোর্ডের মহানন্দা নদীর ডান তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজে চরম ঘাপলা হওয়ায় স্থানীয় জনতার চাপের মুখে কাজ বন্ধ হয়ে গেছে কোটি টাকা ব্যয়ে ৪৫০ মিটার দীর্ঘ ড্যাম্পিং কাজ জুন ক্লোজিংয়ে শেষ করার কথা থাকলেও কামরূল এন্টারপ্রাইজ রুপালী কন্সট্রাক্টশন-এর ঠিকাদাররা স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগসাজশে এখনো ওই কাজ শেষ করতে পারেনি রহস্যজনক কারণে
বর্তমানে বন্যার পানিতে পাড় পানি ভর্তি হলে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের সাব-অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার ময়েজউদ্দিন উপস্থিত থেকে রবিবার দিবাগত রাতে সারা রাত ধরে ঠিকাদারদের সহযোগিতা করে অপরিকল্পিতভাবে প্রায় ২৪ হাজার ব্লক পানির নিচে ফেলে দিলে স্থানীয় জনতা চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সোমবার ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন সময় উপস্থিত সাব-অ্যাসিস্টেন্ট ই্ঞ্জিনিয়ার ময়েজউদ্দিন ঠিকাদারের পক্ষে সাফাই করতে জনতার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন পরে উত্তেজিত জনতাকে চেয়ারম্যান ইয়াজদানী জর্জ শান্ত করে নভেম্বর মাসে বাকি কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করে নিয়োগ প্রাপ্ত ঠিকাদার ঘটনায় সাব-অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার ময়েজউদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি এড়িয়ে যান নিয়োগ প্রাপ্ত ঠিকাদার নাসির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি কাজ দেরি হওয়ার পিছনে সংশ্লিষ্ট অফিসকেই দায়ী করেন স্থানীয় জনতা সরকারের মোটা অংকের অর্থ বরাদ্দ যথাযথ বাস্তবায়ন হয়নি উর্ধ্বতন কতৃপক্ষের সরজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন

No comments:

Post a Comment