Monday, March 3, 2014

পবিত্র জুমাদাল ঊলা মাস উনার চাঁদ দেখা গেছে ॥ আগামী ৯ জুমাদাল ঊলা ১৪৩৫ হিজরী (মুতাবিক ১১ আশির ১৩৮১ শামসী, ১১ মার্চ ২০১৪ ঈসায়ী) হযরত হাদিউল উমাম আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদত শরীফ দিবস

যামানার ইমাম ও মুজতাহিদ, কুতুবুল আলম, কাইয়্যুমুয যামান, মুজাদ্দিদে আ’যম, গাউছুল আ’যম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত ‘আনজুুমানে আল বাইয়্যিনাত রু’ইয়াতে হিলাল মজলিস উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশের আকাশে গতকাল ইয়াওমুল আহাদ বা রোববার দিবাগত সন্ধ্যায় ১৪৩৫ হিজরী সনের পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে।

উল্লেখ্য, ১৪৩৫ হিজরী সনের পবিত্র জুমাদাল ঊলা মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গতকাল ০২ আশির ১৩৮১ শামসী (০২ মার্চ ২০১২ ঈসায়ী), ইয়াওমুল আহাদ বা রোববার দিবাগত সন্ধ্যায় ঢাকা রাজারবাগ শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে আনজুমানে আল বাইয়্যিনাত রু’ইয়াতে হিলাল মজলিস উনার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।  আনজুমানে আল বাইয়্যিনাত রু’ইয়াতে হিলাল মজলিস উনার কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হয়- রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন অঞ্চলের রু’ইয়াতে হিলাল মজলিস উনার প্রতিনিধিগণ উনাদের নিজ নিজ এলাকায় চাঁদ তালাশ করেন এবং চট্টগ্রাম, কক্সবাজার, কক্সবাজারের চকোরিয়া, নওগাঁ, খাগড়াছড়ি, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, রাজশাহী, যশোর, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর অঞ্চলের প্রতিনিধিগণ চাঁদ দেখা যাওয়ার খবর পরিবেশন করেন। তাই আনজুমানে আল বাইয়্যিনাত রু’ইয়াতে হিলাল মজলিস উনার মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক- খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামে আ’যম, মুজাদ্দিদে আ’যম ঢাকা রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি চাঁদ দেখার সংবাদ আলোচনা-পর্যালোচনা শেষে ঘোষণা করেন- আজ ০৩ আশির ১৩৮১ শামসী, ০৩ মার্চ ২০১৪ ঈসায়ী, ইয়াওমুল ইছনাইনিল আযীম বা সোমবার শরীফ পবিত্র জুমাদাল ঊলা মাস উনার পহেলা তারিখ।
উল্লেখ্য যে, এবছরের জন্য আগামী ৯ জুমাদাল ঊলা ১৪৩৫ হিজরী মুতাবিক ১১ আশির ১৩৮১ শামসী, ১১ মার্চ ২০১৪ ঈসায়ী, ইয়াওমুছ ছুলাছা বা মঙ্গলবার আওলাদে রসূল, কুতুবুল আলম, বাবুল ইলম, ক্বায়িম-মাক্বামে হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম, হাদিউল উমাম রাজারবাগ শরীফ উনার হযরত শাহদামাদ ছানী ক্বিবলা আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদত শরীফ দিবস। সুবহানাল্লাহ!

No comments:

Post a Comment