Monday, June 10, 2013

আগামী ২৫ আউওয়াল ১৩৮১ শামসী (২৪ জুন-২০১৩ ঈসায়ী), ইয়াওমুল ইছনাইনিল আযীমি বা সোমবার শরীফ দিবাগত রাতে পবিত্র শবে বরাত

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত ‘আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস’ উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশের কোথাও গতকাল ইয়াওমুল আহাদি
বা রোববার দিবাগত সন্ধ্যায় পবিত্র শা’বান মাস উনার চাঁদ দেখা যায়নি।
উল্লেখ্য, ১৪৩৪ হিজরী সনের পবিত্র শা’বান মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গতকাল ১০ আউওয়াল ১৩৮১ শামসী, ০৯ জুন ২০১৩ ঈসায়ী, ইয়াওমুল আহাদি বা রোববার দিবাগত সন্ধ্যায় ঢাকা রাজারবাগ দরবার শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে ‘আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল’ মজলিস উনার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
‘আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস’ উনার কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হয়- দেশের রাজধানী ঢাকাসহ সারা দেশের হিলাল মজলিস উনার প্রতিনিধিগণ তাদের নিজ নিজ এলাকায় চাঁদ তালাশ করেন। কিন্তু কোথাও চাঁদ দেখা যায়নি। সারা দেশের আকাশ মেঘাচ্ছন্ন এবং কোথাও বৃষ্টি ছিল। তাছাড়া মহাকাশ বিজ্ঞানের হিসাব অনুযায়ী গতকাল চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনাও ছিল না। তাই আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতে হিলাল মজলিস উনার মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক- খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামে আ’যম, মুজাদ্দিদে আ’যম ঢাকা রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহস সালাম তিনি চাঁদ দেখার সংবাদ আলোচনা-পর্যালোচনা শেষে ঘোষণা করেন, আজ ১১ আউওয়াল ১৩৮১ শামসী, ১০ জুন ২০১৩ ঈসায়ী, ইয়াওমুল ইছনাইনিল আযীমি বা সোমবার শরীফ পবিত্র রজবুল হারাম মাস উনার ৩০ দিন পূর্ণ হওয়ার পর আগামীকাল (১২ আউওয়াল ১৩৮১ শামসী, ১১ জুন ২০১৩ ঈসায়ী) ইয়াওমুছ ছুলাছায়ি বা মঙ্গলবার হবে পবিত্র শা’বান মাস উনার পহেলা তারিখ এবং সে অনুযায়ী আগামী ৫ শা’বান শরীফ (১৬ আউওয়াল ১৩৮১ শামসী, ১৫ জুন ২০১৩ ঈসায়ী) ইয়াওমুস সাবতি বা শনিবার হচ্ছে- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার লখতে জিগার সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনার সুমহান বিলাদত শরীফ দিবস। এ মহান উপলক্ষে আগামী ৫ শা’বান শরীফ ইয়াওমুস সাবতি বা শনিবারের দৈনিক আল ইহসান শরীফ বিশেষ সংখ্যা হিসেবে প্রকাশিত হবে এবং আগামী ইয়াওমুল জুমুয়াতি বা জুমুয়াবার দিবাগত রাতে আজিমুশ শান রাজারবাগ দরবার শরীফ সুন্নতী জামে মসজিদে বিশেষ মীলাদ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
এছাড়া বিশেষভাবে উল্লেখ্য যে, আগামী ১৫ শা’বান শরীফ (২৬ আউওয়াল ১৩৮১ শামসী, ২৫ জুন ২০১৩ ঈসায়ী) ইয়াওমুছ ছুলাছায়ি বা মঙ্গলবার হচ্ছে- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার লখতে জিগার সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম উনার সুমহান বিলাদত শরীফ দিবস। এ উপলক্ষে দৈনিক আল ইহসান শরীফ বিশেষ সংখ্যা প্রকাশ করবে এবং আজিমুশ শান রাজারবাগ দরবার শরীফ সুন্নতী জামে মসজিদে বিশেষ মীলাদ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
বিশেষভাবে আরো উল্লেখ্য যে, আগামী ২৫ আউওয়াল ১৩৮১ শামসী, ২৪ জুন ২০১৩ ঈসায়ী, ইয়াওমুল ইছনাইনিল আযীমি বা সোমবার শরীফ দিবাগত রাতে বাংলাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।

No comments:

Post a Comment