: ১০ম
জাতীয় সংসদ নির্বাচন রোববার
। এ নির্বাচনকে সামনে
রেখে প্রশাসন সকল প্রস্তুতি শেষ
করেছে। ভোটাররা
সুষ্টুভাবে ভোট কেন্দ্রে ভোট
দিতে পারে এবং এলাকায়
কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাহী
ম্যাজিস্ট্রেট,র্যাব,পুলিশ,বিজিবি,আনসার মোতায়েন
করা হয়েছে।চাঁপাইনবাবগঞ্জ-২আসন নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট তিনটি উপজেলা নিয়ে
গঠিত। ১০ম
জাতীয় সংসদ নির্বাচন তফশীল
ঘোষনার পর থেকে দলীয়
মনোনয়ন প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা
তাদের গনসংযোগ চালিয়ে গেছেন।
প্রার্থীদের পোস্টার,লিফলেট,মাইকিং এলাকায়
ছোঁয়া পাচ্ছে। শীতকে
উপেক্ষা করে ভোটারদের দ্বারে
দ্বারে ঘুরে বেড়িয়ে নিজেদের
অবস্থান ও ভোট ভিক্ষা
চেয়েছেন।
এ
আসনে ৩জন প্রার্থী প্রতিদ্বন্তিতা
করছেন। আওয়ামীলীগের
গোলাম মোস্তফা বিশ্বাস (নৌকা),আওয়ামীলীগের বিদ্রোহী
স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম বাচ্চু
(আনারস),বিএনএফ এর আলাউদ্দিন
(টেলিভিশন) প্রতিক নিয়ে প্রতিদ্বন্তিতা
করছেন। এছাড়া
জাতীয় পাটির্র (এরশাদ) আব্দুর রাজ্জাক
মনোনয়ন পত্র সংগ্রহ করে
পরবর্তীতে তুলে নেয়।
এ আসনে ভোটার সংখ্যা
৩ লাখ ৩২ হাজার
৬শ ১জন। এর
মধ্যে গোমস্তাপুর উপজেলায় মোট ভোটারের সংখ্যা
১ লক্ষ
৭৩ হাজার ৮৯২ জন। পুরুষ
ভোটারের সংখ্যা ৮৫ হাজার
৩’শ ৮৫জন ও
মহিলা ভোটার ৮৮ হাজার
৫’শ ৭ জন। ভোলাহাট
উপজেলার মোট ভোটার সংখ্যা
৬৬ হাজার ২৪ জন। পুরুষ
ভোটারের সংখ্যা ৩২ হাজার
৫৮ জন। মহিলা
ভোটারের সংখ্যা ৩৩ হাজার,
৯’শ ৬৬ জন। নাচোল
উপজেলার মোট ভোটার সংখ্যা
৯২ হাজার ৬শ ৭৭
জন। পুরুষ
ভোটারের সংখ্যা ৪৫ হাজার
৭শ ৮৮ জন।
মহিলা ভোটারের সংখ্যা ৪৬ হাজার
৮শ ৮৯ জন।
তবে ৩জন প্রার্থী জয়ের
ব্যাপারে দারুন আশাবাদী।
এলাকায় তাদের জনপ্রিয়তা রয়েছে। ৩জনই
মেয়র ও চেয়ারম্যান হওয়ার
গৌরব অর্জন করেছেন।কেউ একাধিকবারও হয়েছেন।
No comments:
Post a Comment