চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বণিক
সমিতির সভাপতি ও আ’লীগ নেতা এনামুল হককে পুড়িয়ে হত্যা ও রুবেল হত্যা মামলায় জেলা বিএনপি’র
সভাপতি এবং সাবেক এমপি শাহজাহান আলী মিঞাসহ ৪জন গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিসিয়াল
ম্যাজিষ্ট্রেট আদালতের “খ” অঞ্চলে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর
করে জেল হাজতে প্রেরণ করেছে।
আদালত সুত্রে জানা গেছে, গত ২ ডিসেম্বর
১০ম জাতীয় সংসদ নির্বাচন মনোনয়নপত্র দাখিলের শেষদিন আ’লীগ মনোনীত প্রার্থী গোলাম রাব্বানীর
বাড়ীতে ১৯দলীয় জোটের অবরোধকারীরা হামলা চালালে রুবেল মারা যায়। অন্যদিকে, গত ৩০ ডিসেম্বর-২০১৪
শিবগঞ্জ উপজেলা শিল্প ও বনিক সমিতির সভাপতি এবং আ’লীগ নেতা এনামুল হকের হার্ডওয়ারের
দোকানে ১৯দলীয় জোটের কর্মীরা পেট্রোল বোমা মারলে দোকান ভস্মিভুত হয়ে তিনি পুড়ে মারা
যান। এনামুল হত্যা মামলায় উচ্চ আদালতের জামিন শেষে বুধবার নিু আদালতে এবং রুবেল হত্যা
মামলায় আদালতে আত্মসমর্পণ করে শাহজাহান আলী মিঞাসহ ৪জন জামিন প্রার্থনা করলে বিজ্ঞ
বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সেলিম রেজা তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে
প্রেরণ করেছে। তবে ছাত্রলীগ নেতা কারিবুল ইসলাম রাজিনের হাত-পায়ের রগকাটা মামলায় আদালত
শাহজাহান মিঞাসহ ৮জনের জামিন মঞ্জুর করেছে। এদিকে শাহজাহান মিঞার আদালতে আত্মসমর্পণকে
কেন্দ্র করে আদালত এলাকায় ব্যাপক র্যাব-পুলিশ মোতায়েন ছিল। শীর্ষ নেতার জামিন বাতিল
হলে বিএনপি-জামাতের শতশত কর্মীরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে জামিন বাতিলের প্রতিবাদে স্থানীয় ১৯দলীয় জোট বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলের কর্মসূচী
ঘোষণা করে।
No comments:
Post a Comment