Monday, April 7, 2014

ভোলাহাটে সখিনা-কলিম মেধা বৃত্তি প্রকল্পের প্রস্তাবনা সভা

ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালায় মিলনায়তনে শনিবার বিকেলে সখিনা-কলিম মেধা প্রণোদনা বৃত্তি প্রকল্পের প্রস্তাবনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষাবিদ মমতাজ উদদীন আহমেদ তার বাবা কলিমউদদীন ও মাতা সখিনা খাতুনের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে ‘সখিনা-কলিম মেধা প্রণোদনা বৃত্তি’ প্রকল্প চালুর প্রস্তাব প্রদান করেন।
তিনি বলেন, কলিমউদদীন আহমেদ ও বেগম সখিনার সন্তান সন্ততিদের উদ্যোগে একটি স্থায়ী অর্থ তহবিল গঠন করা হয়েছে। আপাতত মোট ২ লাখ ৫০ হাজার টাকা তহবিল নিয়ে পরবর্তী অর্থের পরিমাণ বাড়ানোর আশ্বাস দেন। এ সময় তার পরিবারের ভাই প্রকৌশলী আহমেদ আমিনুল হক (আমেরিকা প্রবাসী), প্রকৌশলী আলহাজ্ব আমিনুল হক (ভগ্নিপতি) ও আসিক আহমেদ বাপি (ভাতিজা) উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস, ভোলাহাট মোহবুল্লাহ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জমসেদ আলীসহ অন্যান্য শিক্ষক, এলাকার সুধী ও সাংবাদিকগণ।

No comments:

Post a Comment