বেতন বৈষম্য দূরীকরণ ও শতভাগ
পদোন্নতির দাবীতে চাঁপাইনবাবগঞ্জে গতকাল মঙ্গলবার সরকারি প্রাথমিক সহকারি শিক্ষকদের
মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ জেলা শাখার
উদ্যোগে সকাল সাড়ে ১০টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে
জেলার কয়েক’শ শিক্ষক এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
পরে সাটু হলে অনুষ্ঠিত সভা সমিতির
সদর উপজেলার সভাপতি সরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সভাপতি
জিয়াউল হক, সাধারণ সম্পাদক কে, এ, এম মাহফুজুর রহমান, সহ-সভাপতি কামাল উদ্দিন, দপ্তর
সম্পাদক তোজাম্মেল হক জামিল, সদর উপজেলা সম্পাদক আব্দুল্লাহ ফারুক প্রমুখ। বক্তারা
বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূর করে তাদের শতভাগ পদোন্নতি
দিতে হবে।
চাঁপাইনবাবগঞ্জে জাহাঙ্গীর কলেজে
আব্দুল ওদুদ এমপি’র মতবিনিময়:
চাঁপাইনবাবগঞ্জে গতকাল মঙ্গলবার
দুপুরে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের শিক্ষকদের সাথে সদর আসনের
সংসদ সদস্য আব্দুল ওদুদ এর মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ চত্বরে কলেজের ব্যবস্থাপনা
কমিটির সভাপতি প্রধান অতিথি আব্দুল ওদুদ এমপি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত
অধ্যক্ষ আলহাজ্ব এজাবুল হক বুলি, প্রভাষক জোনাব আলী, প্রভাষক আব্দুল মতিন প্রমুখ। সভায়
সাংসদ আব্দুল ওদুদ কলেজের শ্রেনীকক্ষের সমস্যা
দূর, শিক্ষার্থীদের লেখাপড়ার মান, শিক্ষার আরো সুষ্ঠ পরিবেশ সৃষ্টি করে কলেজেকে
একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার তাগিদ দেন। সভায় শিক্ষকদের দাবীর প্রেক্ষিতে
অবসরে যাওয়া কলেজ অধ্যক্ষ এনামুল হকের চাকুরীর মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্তে একমত পোষণ
করেন। পরে প্রধান অতিথি নির্মাণাধীন কলেজের একাডেমিক ভবন পরিদর্শন করেন।
No comments:
Post a Comment