Tuesday, May 6, 2014

হযরত শাহ্ ফতেহ্ আলী অস্কালী রহমতুল্লাহি আলাইহি

হযরত শাহ্‌ ছূফী ফতেহ্‌ আলী অস্কালী রহমতুল্লাহি আলাইহি-এর মাযার শরীফ বগুড়া জেলায় অবস্থিত । ইতিহাস থেকে জানা যায়- আনুমানিক ১১৮৩ ফসলী সনের ২২ বৈশাখ ৯৩ বছর বয়স মুবারকে হযরত শাহ্‌ ছূফী ফতেহ্‌ আলী অস্কালী রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র বিছাল শরীফ গ্রহণ করেন। বর্তমানে যে স্থানে তাঁর মাজার শরীফ, এখানেই তাঁকে সমাহিত করা হয়।

তিনি বগুড়ায় অবস্থান করেন ১১৬৫ থেকে ১১৮৩ ফসলী সন পর্যন্ত। তিনি ওই সময় বগুড়ায় পবিত্র দ্বীন ইসলামের অমীয় বাণী প্রচার করতেন। ভারতের পাঞ্জাব প্রদেশের অন্তর্গত আস্কালা নামক স্থানে আনুমানিক ১০৯০ ফসলী সনে বিলাদত শরীফ গ্রহণ করেন হযরত শাহ্‌ ছূফী ফতেহ্‌ আলী অস্কালী রহমতুল্লাহি আলাইহি । তাঁর পিতার নাম মুহাম্মদ হুসাইন ও মাতার নাম হাসনা বিবি।

জীবনের উষালগ্নে তিনি হযরত শাহ্‌ মজনু রহমতুল্লাহি আলাইহি নামক এক ওলীআল্লাহ-এর মুরীদ হন। উনার বিছাল শরীফ গ্রহণের পর বাবা হযরত শাহ্‌ ছূফী ফতেহ্‌ আলী অস্কালী রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত শাহ্‌ মঈন উদ্দীন রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহ্‌ মিছকিন রহমতুল্লাহি আলাইহি-এর মুরীদ হন। বহু স্থান পরিভ্রমণ করতে করতে অবশেষে বগুড়ার মহাস্থানে এসে হযরত শাহ্‌ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহি আলাইহি-এর জিয়ারতের উমেদার হয়ে জীবনের বেশ কিছুটা সময় সেখানে কাটান।

No comments:

Post a Comment