ভোলাহাট উপজেলার একমাত্র জন-গুরুত্বপূর্ণ
মাত্র পৌনে ২ কিলোমিটার দূরত্ব এলজিইডি’র রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে প্রতিদিন
লাখ লাখ মানুষের যাতায়াতের চরম দর্ভোগ পরিলক্ষিত হয়েছে।
সরজমিনে প্রত্যক্ষ করা গেছে,
উপজেলার প্রাণকেন্দ্র মেডিকেলমোড় ও উপজেলা পরিষদ হয়ে ভোলাহাট আম ফাউন্ডেশন পর্যন্ত
মাত্র পৌনে ২ কিলোমিটার এলজিইডি’র এ রাস্তাটি সংস্কারের অভাবে স্থানীয় জনগণের প্রতিদিনের
অফিসিয়াল এবং জমি-জমা সংক্রান্ত বিষয়ে উপজেলা পরিষদসহ যাত্রীবাহী বাস, রিক্সা, ভুটভুটি,
ট্যাম্পু, অটোরিক্সা, মটরসাইকেল এমনকি বাইসাইকেল আরোহী পর্যন্ত চলাচলের জন্য বিকল্প
রাস্তা বেছে নেয়ার দৃশ্য লক্ষ্য করা গেছে। এ পৌনে ২ কিলোমিটার দের্র্র্র্র্র্র্র্র্র্ঘ্যরে
রাস্তাটির বিভিন্ন জায়গায় নানা সময়ে ছাল-চামড়া উঠে গিয়ে ছোট ছোট গর্তের আকার ধারণ করেছে।
যা পথচাড়ী জনগণসহ প্রতিদিনের মতো যাতায়াতের মানুষের মৃত্যুখাল হয়ে দাঁড়িয়েছে। এ রাস্তাটি
দিয়ে অহরহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী যাতায়াত অব্যাহত গতিতে
করতে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি না দেয়া আর অবহেলার কারণে উপজেলার প্রায়
১ লাখ ২৫ হাজারের মানুষের যাতায়াতের চরম সমস্যা হচ্ছে বলে ভুক্তভোগীদের কাছে জানা গেছে।
এলজিইডি এ রাস্তাটি জন-গুরুত্বপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরীভিত্তিতে
পদক্ষেপসহ যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য এলাকার অভিজ্ঞমহল তাদের মতামত ব্যক্ত করেছেন।
#
No comments:
Post a Comment