আধুনিককালের যান্ত্রিক সমাজ ব্যবস্থায় নিজেদের পরকালীন আমলনামাকে
সমৃদ্ধ করতে খুব বেশি কিছু করার সুযোগ আমাদের সবার হয়ে উঠে না। আত্মকেন্দ্রিক ও ভোগবাদী
মানসিকতার কারণে এমনটা হচ্ছে। সবসময় বড় অঙ্কের দান-খয়রাত করাও আমাদের সবার জন্য সম্ভব
হয় না। অথচ সার্বজনীন, সুন্দর ও মানবতার দ্বীন- পবিত্র ‘ইসলাম’ সবার জন্য খুব সহজেই
নেক্কার হওয়ার সুযোগ করে দিয়েছে। জীবনযাপনে মানুষের যা যা প্রয়োজন, পবিত্র দ্বীন ইসলাম
সেসব কিছুর মধ্যেই আমাদের জন্য নেকী হাছিলের ব্যবস্থা করেছে। পরকালীন নেকী-পুণ্যের
হিসাবের পাশাপাশি এসবের মধ্যে ইহজগতে নিজেদের জনসেবা, জনকল্যাণ ও মানবিকতা চর্চারও
নানান উপায় লুকানো রয়েছে।
Friday, August 8, 2014
Wednesday, August 6, 2014
সম্মানিত বানাতু রসূলিল্লাহ সাইয়্যিদাতুনা হযরত উম্মে কুলসুম আলাইহাস সালাম উনাকে মুহব্বত করার বেমেছাল ফযীলত
সাইয়্যিদাতু
নিসায়িল আলামীন, সম্মানিত বানাতু রসূলিল্লাহ ছল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা
হযরত উম্মে কুলসুম আলাইহাস সালাম তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন,
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত
হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্তর্ভুক্ত। তাই উনার শান-মান, ফাযায়িল-ফযীলত,
খুছূছিয়াত মুবারক বেমেছাল। উনার প্রতি মুহব্বত হচ্ছে মহান আল্লাহ পাক উনার এবং উনার
হাবীব নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের
হাক্বীক্বী সন্তুষ্টি। যাঁরা উনার মুহব্বত মুবারক-এ ইন্তেকাল করবেন উনারা পরকালে চূড়ান্ত
কামিয়াবী হাছিল করবেন।