Wednesday, September 24, 2014

দেওবন্দী জামাতী খারিজীদের ধর্মব্যবসার লাভজনক আইটেম হজ্জ ব্যবসা ॥ জামাতী-খারিজী মালানা আজিজুলের ৫৩ লাখ টাকার প্রতারণা ॥

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ১৯ জন হজ্জযাত্রীর নিকট হতে ৫৩ লাখ টাকা আত্মসাৎ করে গা-ঢাকা দিয়েছে জামাতী-খারিজী মালানা আজিজুল। স্থানীয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাবওয়ে ট্রাভেলস্ এন্ড হলিডে (৯/৭ তাজমহল রোড, মোহাম্মাদপুর, ঢাকা-১২০৭)-এর স্বত্বাধিকারী খন্দকার সিদ্দিকুর রহমানের ছেলে খন্দকার সাইফুর রহমান জিয়ার স্থানীয় প্রতিনিধি ভোলাহাট উপজেলার বজরাটেক লম্বাটোলা গ্রামের মৃত জেলা শেখ ওরফে বেহুল্লা জেলার ছেলে আজিজুল হক।
সে বিগত কয়েক বছর যাবৎ হজ্জে লোক পাঠানোর দালাল হিসেবে করছে। গত ১৫ সেপ্টেম্বর (২০১৪ ঈসায়ী) তারিখে এবছরে ১৯ জন হজ্জযাত্রী পাঠানোর কথা বলে ১৯ জনের কাছে জনপ্রতি ২ লাখ ৮০ হাজার টাকা করে মোট ৫৩ লাখ ২০ হাজার টাকা সংগ্রহ করে। জামাতী-খারিজী ধর্বব্যবসায়ী মালানা আজিজুল সংগৃহীত টাকা হজ্জ এজেন্সি সাবওয়ে ট্রাভেলস্ এন্ড হলিডে অফিসে জমা না দিয়ে আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছে। ফলে এলাকায় তোলপাড় শুরু হয়। এদিকে সে ৮/১০টি মোবাইল নম্বর ব্যবহার করলেও গা-ঢাকা দিয়ে সবগুলোই বন্ধ রাখে। ফলে বারবার যোগাযোগ করে ব্যর্থ হতে হয়। তবে অবশেষে হজ্জ এজেন্সি সাবওয়ে ট্রাভেলস্ এন্ড হলিডের হস্তক্ষেপে ১৮ জন হজ্জে যেতে পেরেছে। কিন্তু ১৯ জনের মধ্যে ১ জন হজ্জে যাওয়া অনিশ্চিৎ রয়েছে।

No comments:

Post a Comment