গত ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাদ আছর হতে
ভোলাহাট মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা (মুন্সিগঞ্জ, বজরাটেক) প্রঙ্গণে এক বিশাল ওয়াজ শরীফ ও দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে ওয়াজ শরীফ ও নছিহত করেন- ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মচোনকারী
হক্বের অতন্দ্র প্রহরী মাসিক আল বাইয়্যিনাত উনার নির্বাহী সম্পাদক, বিশিষ্ট আলিমে দ্বীন, মুফতিউল আ’যম হযরতুল আল্লামা মাওলানা মুহম্মদ আবুল খায়ের আযীযুল্লাহ সাহেব। তিনি দ্বীন ইসলাম
উনার গুরুত্বপূর্ণ দিকগুলো স্পষ্ট করে তুলে ধরেন ও পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম উনার গুরুত্ব ফাযায়িল ফযীলত আলোচনা করেন। এবং হক্ব না হক্ব এর পার্থক্য
করেন এবং বিশেষ মুনাজাত পরিচালনা করেন। মাহফিল শেষে উনার সাথে ধর্মপ্রাণ মুসলমানগণ
সাক্ষাৎ করেন। উক্ত মাহফিলে আরো ওয়াজ করেন হযরতুল আল্লামা মুহম্মদ হাবীবুর রহমান- পেশ
ইমাম বলনপুর জামে মসজিদ, রাজশাহী।
মাহফিল পরিচালনা করেন মুহম্মদ নূরুজ্জামান। মীলাদ
শরীফ পাঠ করেন অত্র মাদরাসার ছাত্র মুহম্মদ রঈসুল ইসলাম। পবিত্র হামদ শরীফ, না’ত শরীফ, ক্বাছীদা শরীফ পাঠ করেন অত্র মাদরাসার ছাত্রবৃন্দ।
এদিকে শিবগঞ্জের হরিনগর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে
গত রোববার দিবাগত রাতে এক বিশাল ওয়াজ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলেও
প্রধান অতিথি হিসাবে ওয়াজ শরীফ করেন ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মোচনকারী হক্বের অতন্দ্র
প্রহরী মাসিক আল বাইয়্যিনাত উনার নির্বাহী সম্পাদক বিশিষ্ট আলিমে দ্বীন, মুফতিউল আযম হযরতুল আল্লামা মাওলানা মুহম্মদ আবুল
খায়ের আযীযুল্লাহ সাহেব।
আলোচনায় তিনি মুসলমানদের ঈমান-আক্বীদা হিফাযতে
বিশেষ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও নছিহত করেন। পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম উনার ফাযায়িল ফযীলত আলোচনা করেন।
মাহফিলে আরো ওয়াজ করেন মুহম্মদীয়া জামিয়া শরীফ
মাদরাসা চাঁপাইনবাবগঞ্জ শাখার মুহতামিম হাফিজ মুহম্মদ হেদায়েতুল্লাহ সাহেব ও চাঁপাইনবাবগঞ্জ
আনজুমান আল বাইয়্যিনাত উনার একনিষ্ঠ আমিল হযরতুল আল্লামা মুহম্মদ ফয়সালুর রহমান খান।
মীলাদ শরীফ ও মাহফিল পরিচালনা করেন মুহম্মদ নূরুজ্জামান। উক্ত মাহফিল শেষে সবার মাঝে
তাবারুক বিতরণ করা হয়।
No comments:
Post a Comment