গতকাল লাইলাতুল ইছনাইনেল
আযীম বা সোমবার রাতে অর্থাৎ রবিবার দিবাগত রাতে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানা (ভোলাহাট শাখা) উনার উদ্যোগে ঈদে
বিলাদতে উম্মুল উমাম আলাইহাস সালাম উপলক্ষে অত্র মাদরাসা প্রাঙ্গনে এক আজিমুশ্বান ওয়াজ শরীফ, মীলাদ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুশ শরীয়ত ওয়াত্ ত্বরীক্বত, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, মাহিউল বিদয়াত, কুতুবুল আলম, হুজ্জাতুল ইসলাম, ছহিবু সুলত্বানিন নাছীর, হাবীবুল্লাহ, গাউছুল আ’যম, আওলাদুর রসূল, আস সাফফাহ, সাইয়্যিদুনা রাজারবাগ শরীফ উনার সম্মানিত ইমাম হযরত মুজাদ্দিদে আ’যম, আলাইহিস সালাম উনার নেক দৃষ্টি ফয়েজ-তাওয়াজ্জু ও দয়া-ইহসানে উদ্যোগে ঈদে বিলাদতে উম্মুল উমাম আলাইহাস সালাম উপলক্ষে ৭ই রবউল
আউয়াল শরীফ রবিবার দিবাগত রাতে অর্থাৎ ৮ই রবউল আউয়াল শরীফ লাইলাতুল ইছনাইনেল আযীম বা সোমবার শরীফ রাতে এ মাহফিলের আয়োজন করা হয়।
বাদ মাগরিব পবিত্র কালামুল্লাহ শরীফ ও যিকির পরিচালনার মধ্য দিয়ে উক্ত আজিমুশ শান মাহফিল শুরু হয়। মাহফিলে যিকির পরিচালনা করেন মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানা (ভোলাহাট শাখা) উনার আমীল ছুফী
মুহম্মদ জাফর সাদিক।
মাহফিলে ওয়ায়েজিন হিসাবে ওয়াজ করেন মাওলানা মুহম্মদ মুহসিনুর রহমান ছাহেব।
মাওলানা মুহম্মদ মুহসিনুর রহমান তিনি উনার ওয়াজে বলেন, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আলীমাহ, ফক্বীহাহ, ফাছীহাহ, বালীগাহ, তাযকীয়্যাহ, তাওসীয়াহ হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি কায়িম-মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনার মর্যাদা লাভ করেছেন। সুবহানাল্লাহ! পুরুষরা যেভাবে যামানার ইমাম ও মুজাদ্দিদ ঢাকা রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক ছিরত, ছুরত, মুবারক আমল আখলাক দেখে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক ছিরত-ছুরত, আমল-আখলাক শিখবেন। ঠিক তেমনিই সাইয়্যিদাতু নিসায়িল আলামীন আফদ্বালুন নিসা, ফদ্বিলাতুন নিসা, ছহীবাতু মুজাদ্দিদে আ’যম, ঢাকা রাজারবাগ দরবার শরীফ উনার হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনাকে দেখে দেখে কায়িনাতের মহিলাগণ হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মুবারক ছিরত ছুরত, মুবারক আমল আখলাক শিখবেন। সুবহানাল্লাহ! ঢাকা রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি যেমন ২৪ ঘণ্টা মহান আল্লাহ পাক উনার, উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের ও হযরত আহলে বাইত আলাইহিমুস সালাম উনাদের দীদার মুবারকে মশগুল থাকেন। ঠিক তেমনি হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনিও ২৪ ঘণ্টা উনাদের দীদার মুবারকে মশগুল থাকেন। সুবহানাল্লাহ! যার কারণে উনাদের মুবারক আমল, মুবারক আখলাক, মুবারক ছিরত-ছূরত, মুবারক মুয়ামালাত-মুয়াশারাত, তাছাউফ সবই হচ্ছে পবিত্র সুন্নত মুবারক মুতাবিক। আর ওই পবিত্র সুন্নত মুবারক দেখে দেখে আজ কোটি কোটি পুরুষ-মহিলা হাক্বীক্বী সুন্নত শিখছেন। পথহারা, দিশেহারা পুরুষের সাথে সাথে মহিলারাও পথের দিশা পাচ্ছেন। বেপর্দা পুরুষ মহিলারা আজ পর্দা করা শিখছেন। ঈমানহারা পুরুষ-মহিলা আজ পবিত্র ঈমান পাচ্ছেন।
সুতরাং এই পবিত্র সুমহান দিবস উপলক্ষে সকলের উচিত শুকরিয়া ও খুশি প্রকাশ করে সাধ্যমতো হাদিয়া পেশ করা এবং অধিক পরিমাণে পবিত্র মীলাদ শরীফ ও পবিত্র ক্বিয়াম শরীফ পাঠ করা। মাহফিল শেষে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানা (ভোলাহাট শাখা) উনার আমীল মুহম্মদ মতউর রহমান মিলাদ-ক্বিয়াম শরীফ পাঠ করেন এবং আনজুমানে আল বাইয়্যিনাত, ভোলাহাট শাখার সম্মানিত প্রচার সম্মাদক মাওলানা মুহম্মদ মুহসিনুর রহমান ছাহেব উনার মুনাজাত পরিচালনার মধ্যদিয়ে মাহফিলের কার্যক্রম শেষ হয়। শীতকে উপেক্ষা করে মাহফিলে শতাধিক ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম ঘটে। সব শেষে তাবারক বিতরণ করা হয়।
No comments:
Post a Comment