আজ মহাসম্মানিত, মহাপবিত্র ও বরকতপূর্ণ ১৯ ই রবিউছ ছানী শরীফ তথা সাইয়্যদিাতুন নিসা হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদত
শরীফ দিবস।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “উনার পদাঙ্ক অনুসরণ কর, যিনি আমার দিকে রুজু হয়েছেন।” অর্থাৎ হে কায়িনাতবাসী! তোমরা উম্মুল ওয়ারা, সাইয়্যিদা হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক ছোহবতের মোহতাজ হয়ে যাও, উনাকে পদেপদে অনুসরণ-অনুকরণ কর, কেননা তিনি মহান আল্লাহ পাক উনার দিকে আখাছ্ছুল খাছভাবে রুজু হয়েছেন।
গত লাইলাতুল সাবতি বা শনিবার রাত অর্থাৎ শুক্রবার দিবাগত রাতে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানার উদ্যোগে পবিত্র ১৯ ই শরীফ উপলক্ষে আয়োজিত মাহফিলে প্রধান অথিতির বয়ানে হাফিজ মুহম্মদ আবু সায়েম ছাহেব একথা বলেন।
বাদ এশা যিকির পরিচালনা ও উপস্থাপনার মধ্য দিয়ে উক্ত আজিমুশ শান মাহফিল শুরু হয়।
মাহফিল শেষে  মিলাদ শরীফ ও ক্বিয়াম শরীফ  পাঠ করেন মুহম্মদ আব্দুল ক্বাদির(ছাত্র) এবং দুয়া-মুনাজাত করেন আনজুমানে আল বাইয়্যিনাত, ভোলাহাট শাখার প্রচার সম্পাদক মাওলানা মুহম্মদ মুহসিনুর রহমান ছাহেব। মাহফিলে অর্ধশতাধিক ধর্মপ্রাণ শ্রোতার উপস্থিতে তবারক বিতরনের মধ্যদিয়ে মাহফিলের কার্যক্রম শেষ হয়।
এদিকে গতকাল ইয়াওমুল আহাদি বা শনিবার লম্বটোলা নিবাসী মুহম্মদ আব্দুল ক্বাদির ভদু ছাহেবের বাসাতে অনুষ্ঠিত ভোলাহাট মহিলা আনজুমানে আল বাইয়্যিনাত এর সম্মানিতা মজলিস পরিচালনাকারিনী মুসাম্মদ রোকসানা আহমদ এবং মুসাম্মদ ময়না বেগম ১৯ ই রবিউছ ছানী শরীফ মাহফিলে বলেন, “ উম্মুল ওয়ারা, সাইয়্যিদা হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম উনাকে মহান আল্লাহ পাক তিনি এতো বেমেছাল খুছূছিয়ত-বৈশিষ্ট্য, ফাযায়িল-ফযীলত, মর্যদা-মর্তবা দান করেছেন, যা কুল-কায়িনাত কল্পনা করে শেষ করতে পারবে না। সবাই এ নিয়ামত মুবারক-এর হিস্যা পেতে উনার প্রতি ভোলাহাটের সমস্ত মহিলাদেরকে মুহতাজ হতে হবে। উনাকে দেখে দেখে আমাদেরকে পর্দা পালন করতে হবে।
বাদ যোহর মুসাম্মদ তাহেরা খাতুন এর পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াতের মধ্য দিয়ে উক্ত আজিমুশ শান মাহফিল শুরু হয়। মাহফিলে যিকির পরিচালনা করেন মুসাম্মদ সিমা খাতুন ও উপস্থাপনা করেন  মুসাম্মদ রোকসানা আহমদ।মাহফিলে তালিমদানকারী হিসেবে  আরো তালীম দেন বিশিষ্ট আমিল  মুসাম্মদ ফাতেমা আক্তার।
অতপর শতাধিক মহিলা শ্রোতার উপস্থিতিতে মিলাদ-ক্বিয়াম শরীফ পাঠ করেন মুসাম্মদ আরজিনা আক্তার  ও দুয়া-মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আমিল মুসাম্মদ শিরিন আক্তার। অপরদিকে চর ধরম পুর নিবাসী মুহম্মদ জসীমুদ্দীন মাষ্টার ছাহেবের বাসায় শুক্রবার দিবাগত সন্ধায় মুসাম্মদ রোকসানা আহমদ এর পরিচালনায়  প্রায় অর্ধশতাধিক মহিলার উপস্থিতিতে ১৯ ই রবিউছ ছানী  শরীফ পালন করা হয়। সবশেষে তবারক বিতরণের মাধ্যমে মাহফিল গুলো শেষ হয়।