Wednesday, March 27, 2013

মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানার উদ্যোগে- স্বাধীনতা দিবস উপলক্ষে ভোলাহাটে মীলাদ-ক্বিয়াম শরীফ মাহফিল অনুষ্ঠিত



গত মঙ্গলবার মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানা (ভোলাহাট শাখা) উনার উদ্যোগে ঐতিহাসিক ২৬শে মার্চ স্বাধীনতা দিবস ও মুক্তিযুদ্ধে জীবনদানকারী মুসলমানদের মাগফিরাত কামনায় অত্র মাদরাসা প্রাঙ্গণে এক আলোচনা মজলিস, মীলাদ শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়মঙ্গলবার বাদ আছর পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত ও হামদ-নাত-ক্বাছীদা শরীফ পাঠের মধ্যদিয়ে এ মাহফিল শুরু হয়

মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানা (ভোলাহাট শাখা), ছাত্র/সাধারণ আনজুমানে আল বাইয়্যিনাত উনার কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীল সদস্য ও সাধারণ মুসল্লীদের উপস্থিতে এ মজলিস অনুিষ্ঠত হয়ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত, ভোলাহাট শাখার সেক্রেটারি মুহম্মদ জিল্লুর রহমান তিনি উনার আলোচনায় বলেন, “আজ ঐতিহাসিক ২৬শে মার্চ তথা বাংলাদেশ স্বাধীন হওয়ার তথা মুক্তিযুদ্ধের শুরুর দিনদীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্বে প্রায় ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে এ স্বাধীনতা অর্জিত হয়আর এই স্বাধীনতার বিরুদ্ধে অবস্থানকারী যুদ্ধাপরাধী রাজাকার জামাতী ঘাতকদের বিচার দেশপ্রেমিক সব নাগরিকই চায়আমরাও চাইতাই বলে ধর্মব্যবসায়ী যুদ্ধাপরাধী রাজাকার জামাতী ঘাতকদের শাস্তি চাইতে গিয়ে পবিত্র দ্বীন ইসলাম উনাকে অবমাননা করা যেন না হয়- তা খেয়াল রাখতে হবে
তিনি আরও বলেন, এই মহান দিবস উপলক্ষে সকলের উচিত- অধিক পরিমাণে পবিত্র মীলাদ শরীফ ও পবিত্র ক্বিয়াম শরীফ পাঠ করে শহীদদের রুহের সওয়াব বকশিয়ে দেয়াগান-বাজনার মাধ্যমে এ মহান দিবসকে উদযাপন করলে এক প্রকার শহীদদেরকে অপমান করা ও কষ্ট দেয়া হয়
তাই সরকারের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে- এ দিবস পালনের সর্বপ্রকার ব্যবস্থা গ্রহণে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত, পবিত্র মীলাদ শরীফ ও পবিত্র ক্বিয়াম শরীফ পাঠ করে শহীদদের জন্য সওয়াব রেসানী করাআর বেপর্দাসহ অন্য হারাম পন্থাগুলোও বর্জন করা
আলোচনা শেষে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানা, ভোলাহাট শাখার কৃতী ছাত্র হাফিজ মুহম্মদ আবু তালহা  মিলাদ-ক্বিয়াম শরীফ পাঠ করেন এবং অত্র মাদরাসার সুযোগ্য মুয়াল্লিম হাফিজ মুহম্মদ আবু সায়েম উনার মুনাজাত পরিচালনায় শহীদদের মাগফিরাত কামনা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের দৃঢ়তা কামনার মধ্যদিয়ে মাহফিলের কার্যক্রম শেষ হয়আলোচনা মজলিস ও মীলাদ মাহফিলে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানা (ভোলাহাট শাখা) উনার সম্মানিত সেক্রেটারি জনাব মুহম্মদ মোবারক আলী মাস্টারসহ এলাকার বহু ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত ছিলেন

No comments:

Post a Comment