(মঙ্গলবার, ২৬-৩-২০১৩ ঈসায়ী): চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার
সন্ত্রাসের জনপদ খ্যাত রামচন্দ্রপুরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত সোমবার
রাতে ও গতকাল মঙ্গলবার
সকালে দু’গ্রুপের
মধ্যে ব্যাপক বোমাবাজি ও সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। সংঘর্ষ
চলাকালে সন্ত্রাসীরা একটি বাড়ি ভাঙচুর, লুটপাট ও একটি দোকানে আগুন লাগিয়ে দেয়।
এ সময় দু’পক্ষ অর্ধশতাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন থেকে রামচন্দ্রপুর হাট এলাকায় কালাম
মেম্বার ও আজু গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থেমে থেমে
বোমাবাজি চলে আসছিল। গত শুক্রবার ঐ এলাকায় বেশ কয়েকটি
বোমা বিস্ফোরণের ঘটনায় নবাবগঞ্জ থানা পুলিশ একটি গ্রুপের প্রধান আজুকে গ্রেপ্তার
করে। কিন্তু শনিবার বিকেলেই জামিনে
বেরিয়ে পুনয়ার সংঘটিত হতে থাকে তারা। এ
ঘটনার জের ধরে সোমবার রাতে রামচন্দ্রপুর হাট এলাকায় কালাম মেম্বার ও আজু গ্রুপের
মধ্যে আবারো বোমাবাজি শুরু হয়, যা
মঙ্গলবার পর্যন্ত গড়ায়।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার বশির আহম্মেদ জানান, সোমবার রাতের ঘটনার খবর পেয়ে সার্কেল
এএসপি’র
নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর আজু গ্রেপ্তারের পর কিভাবে আইনের ফাঁক দিয়ে মুক্তি পেয়েছে সে
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সদর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত উদ্দিন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
No comments:
Post a Comment