Sunday, March 31, 2013

চাঁপাইয়ে হরতালে সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণ



চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যার হরতালে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার (৩১ র্মাচ ২০১৩) ভোর সাড়ে ৬টার দিকে শহরের টোলঘর এলাকায় হরতাল সমর্থক জামাতীরা একটি মিছিল বের করেপুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে

এ সময় মিছিল থেকে কয়েকটি হাতবোমার বিস্ফোরণও ঘটানো হয়পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে বলে জানান কোতয়ালী থানার এসআই রওশন কবির
সকালে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের রাজারামপুর এলাকায় জামাত-শিবিরকর্মীরা হরতালের সমর্থনে লাঠি মিছিল করে এর আগে শনিবার দিবাগত রাত একটার দিকে শহরের শিবতলা এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা ছোড়ে জামাতী সন্ত্রাসীরা। এসআই রওশন জানান, এ সময় পুলিশ চারজনকে হাতেনাতে আটক করে
এছাড়া বিশৃঙ্খলার আশংকায় শিবগঞ্জ পৌর এলাকায় ও কানসাট বাজারে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন কানসাট পল্লী বিদ্যু উপকেন্দ্রে হামলা ও ভাংচুরের মামলার আসামি ধরতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে গিয়ে জামাতী সন্ত্রাসীদের হামলার মুখে পড়ে পুলিশএ সময় সংঘর্ষে তিনজন নিহত হয় এ ঘটনার প্রতিবাদে জামাতীরা রোববার চাঁপাইনবাবগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে (সূত্র- বিডিনিউজ, বাংলামেইল)

No comments:

Post a Comment