Tuesday, April 2, 2013

গ্রেপ্তারে সান্তনা নয়, অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ধর্মপ্রাণ মুসলমানদের



মুসলমানদের পবিত্র ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর দায়ে তিন নাস্তিককে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে সরকার মানুষকে সান্তনা দেয়ার চেষ্টা করছে না তো- এমন আশঙ্কা প্রকাশ করেছেন ধর্মপ্রাণ সাধারণ মুসলমানরা

ধর্মপ্রাণ সাধারণ মুসলমানদের বক্তব্য- জরুরি হচ্ছে ধর্মের বিরুদ্ধে ঘৃণা-বিদ্বেষ প্রচার ও অবমাননা রোধে শরয়ী আইন প্রয়োগ করা এবং সেই অনুসারে ব্যবস্থা নেয়াঅনলাইনে ঘৃণা-বিদ্বেষ ছড়ানো ব্লগারদের পাশাপাশি জড়িত ব্লগ মালিক-সম্পাদকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ধর্মপ্রাণ সাধারণ মুসলমানরা
রাজধানীর মুহম্মদপুর তাজ জামে মসজিদের সম্মানিত খতীব মুফতীয়ে আযম হযরতুল আল্লামা আবুল খায়ের মুহম্মদ আযীযুল্লাহ সাহেব গতকাল মঙ্গলবার বিকেলে বলেন, এতোদিন ধরে এসব পথভ্রষ্ট তরুণদের পৃষ্ঠপোষকতা দিয়ে এখন তিন-চারজনকে গ্রেপ্তার করে সরকার সাধারণ মুসলমানদেরকে সান্তনা দেয়ার চেষ্টা করছে কিনা তা দেখতে হবেএতে আমরা সন্তুষ্ট নইএসব ব্লগারদের যারা লেখার সুযোগ দিয়ে পৃষ্ঠপোষকতা করে আসছে- সেই সামহোয়ারইনব্লগ, আমারব্লগ, মুক্তমনাসহ অন্যান্য ওয়েবসাইট বন্ধ করে সংশ্লিষ্ট মালিক-সম্পাদকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবেদেশে মুসলমানদের ধর্ম বিশ্বাসের অবমাননা বন্ধে সম্প্রতি জোরদার আন্দোলন গড়ে উঠেছে দেশে
চার ব্লগের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ লঙ্ঘন করে ইসলাম ও মহানবী হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিয়ে অবমাননামূলক ব্লগ লেখার সুযোগ করে দেয়ার অভিযোগে চারটি বাংলা ব্লগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে পুলিশব্লগগুলো হচ্ছে সামহোয়ারইনব্লগ ডটনেট, আমার ব্লগ ডটকম, নাগরিক ব্লগ ডটকম ও ইস্টিশন ব্লগ ডট কম
এ চারটি ব্লগে ধর্ম অবমাননামূলক ব্লগিং জড়িত থাকার অভিযোগে সোমবার দিবাগত রাতে তিন ব্লগার মশিউর রহমান বিপ্লব (ব্লগে নাম: শয়তান), রাসেল পারভেজ (অপবাক) ও সুব্রত অধিকারী শুভকে (সুব্রত শুভ ও লালু কসাই) জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করার পরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডিবির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের উপকমিশনার মোল্যা নজরুল ইসলাম গ্রেপ্তারকৃত তিন ব্লগারের ব্যাপারে সাংবাদিকদের কাছে ব্রিফ করেন
তিনি জানান, যারা এদের লেখার সুযোগ করে দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবেডিবি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে অভিযুক্ত চারটি ব্লগসহ বাংলা ব্লগগুলোর মালিক ও পরিচালকদের তথ্য সংগ্রহ করা হয়েছে
তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননামূলক ব্লগ লেখার সুযোগ দেয়া ও সন্দেহজনক বিদেশী অর্থায়ন নিয়ে ধর্ম অবমাননাকারী ব্লগারদের পৃষ্ঠপোষকতা দেয়ার তথ্য-প্রমাণ পাওয়া গেছে
নানা সূত্রে তদন্ত করে সরকার জানতে পেরেছে ব্লগ মালিক ও পরিচালকরা প্রগতিশীল ও সরকারপন্থী হিসেবে দাবিদার হলেও তারা নির্বাচনের আগে আওয়ামী লীগকে অজনপ্রিয় করার বিশেষ মতলব সামনে নিয়ে মাঠে নেমেছেতারা সরকার সমর্থক পরিচয়ের আড়ালে গোপনে সরকারকে ধর্মবিরোধী হিসেবে পরিচিত করার চেষ্টায় লিপ্তএ কারণে সরকারের শীর্ষ পর্যায় থেকে অবমাননাকারী ব্লগগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছেএদিকে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারী নাস্তিক ও নাস্তিক চেলারা অপপ্রচার চালাচ্ছে- সরকার ধর্ম অবমাননা বন্ধের উদ্যোগকে শেষ পর্যন্ত বাক স্বাধীনতা নিয়ন্ত্রণে ব্যবহার করতে পারে

No comments:

Post a Comment