Saturday, March 23, 2013

চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতিতে অগ্নিসংযোগ : দ্রুত বিচার আইনে মামলার অভিযোগপত্র দাখিল



গত ২৮ ফেব্রুয়ারি গত বৃহস্পতিবার কানসাটস্থ চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যু সমিতিতে হামলা, ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলার অভিযোগপত্র গতকাল ইয়াওমুল জুমুয়াতি বা শুক্রবার দাখিল করেছে পুলিশ

মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই ইব্রাহিম খান জানান, অভিযোগপত্র দাখিলের জন্য বৃহস্পতিবার পুলিশ সুপারের চুড়ান্ত অনুমোদনের পর গতকাল আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে৪১৭ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়এর মধ্যে ১৮৯ জন নামীয় আসামি ও ২২৮ জন অজ্ঞাত আসামি হিসেবে রয়েছেনএ মামলায় একজন এজাহারভুক্ত আসামিসহ আটক দেখানো হয় ১৮ জনকেএর মধ্যে ৪ জন সন্দিগ্ধ হিসেবে রয়েছেনবিদ্যু সমিতিতে হামলা, ভাঙচুর, আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় গত ৪ মার্চ চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যু সমিতির এজিএমজিএস রেজাউল করিম বাদী হয়ে শিবগঞ্জ থানায় দ্রুত বিচার আইনের ধারায় মামলা করেনঅন্যান্য আসামিদেকেও আটকের চেস্টা চলছে বলেও জানান এসআই ইব্রাহিম খাঁন
অন্যদিকে, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যু সমিতির এজিএমজিএস রেজাউল করিম বাদী হয়ে করা বিশেষ ক্ষমতা আইনের আওতায় সরকারী সম্পত্তিতে অগ্নিসংযোগ ও ধ্বংস মামলায় ২০০ জন নামীয় ও অজ্ঞাত ৭-৮ হাজার জনকে আসামি করে দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত ৬ জনসহ ২০ জনকে আটক করেছে পুলিশ
এ মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক দীপক কুমার সিকদার জানায়, অভিযুক্তদের আটকের চেস্টা অব্যাহত রয়েছে

No comments:

Post a Comment