Saturday, March 9, 2013

তিন দশক পর আফগানিস্তানে সোভিয়েত সৈন্যের খোঁজ


  সাবেক সোভিয়েত রেড আর্মির উজবেক বংশোদ্ভূত এক সৈনিককে নিখোঁজ হওয়ার তিন দশক পর জীবন্ত অবস্থায় আফগানিস্তানে খুঁজে পাওয়া গেছে দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, বাখেরুদ্দিন খাইকিমোভ ১৯৮০ সালের সেপ্টেম্বরে আহত হওয়ার পর থেকে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে বসবাস করছিলেন
বাখেরুদ্দিন খাইকিমোভ এখন শেখ আবদুল্লাহ নামে পরিচিত এবং হেকিম হিসাবে কাজ করছেনওয়ারিয়র্স ইন্টারন্যাশনাল এফেয়ার্স কমিটি নামে একটি প্রবীণ সৈনিক কল্যাণ সংস্থা তাকে খুঁজে বের করেছেপ্রবীণ সৈনিক কল্যাণ সংস্থার কর্মকর্তারা বাখেরুদ্দিন খাইকিমোভের সঙ্গে তিনবার দেখা করার ব্যর্থ চেষ্টা করেন
২৩ ফেব্রুয়ারি স্থানীয় লোকজন প্রবীণ সৈনিক কল্যাণ সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের জন্য তাকে শহরে যেতে বাধ্য করেবাখেরুদ্দিন খাইকিমোভ উজবেকিস্তানের ঐতিহাসিক সমরকন্দের বাসিন্দাতিনি বিয়ে করেছিলেনকিন্তু তার স্ত্রী মারা গেছেনকদাচিৎ রুশ ভাষায় কথা বলতে পারেনতবে কেউ রুশ ভাষায় কথা বললে বুঝতে পারেনফগানিস্তানে এখনো হানাদার সোভিয়েত ইউনিয়নের ২৬৪ জন সৈন্য নিখোঁজ রয়েছে (সূত্র- মস্কো, ৬ মার্চ; জাস্ট নিউজ)

No comments:

Post a Comment