শিবিরের এক সময়ের কুখ্যাত ও দুর্ধর্ষ ক্যাডার এবং ওহাবীপন্থী মওদুদীবাদী জামাতের ভোলাহাট শাখার বর্তমান আমির গোলাম কবির গোলাপকে গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার রহনপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। সে পেলাডাঙ্গা হাজীপাড়া গ্রামের নিরীহ আবদুর রহমান হত্যা মামলার আসামি।
ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) এসএম আবু ফরহাদ জানায়, শুক্রবার গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজারের বেলিব্রীজ নামক স্থানে ভোলাহাট জামাতের আমির ঘাইবাড়ী গ্রামের মৃতঃ আনেস আলীর ছেলে গোলাম কবির গোলাপের অবস্থানের সংবাদ পেয়ে গোমস্তাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মোহাম্মদ নাফিস মাহমুদ ও ভোলাহাট অফিসার ইনর্চাজ (তদন্ত) এসএম আবু ফরহাদ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের সাথে সাথে গোলাপকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতারকৃত আমির গোলাম কবির গোলাপ ৭ মার্চ (২০১৩ ঈ.) ভোলাহাট থানার পোল্লাডাংগা বাজার সংলগ্ন আমবাগানে কবিরের নেতৃত্বে জামাতী সন্ত্রাসীরা আবদুর রহমান নামে নিরীহ এক যুবককে তাড়া করে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে- এই মামলা, ওই একই দিনে কবিরের নেতৃত্বে জামাতী সন্ত্রাসীদের দেয়া আগুন নেভাতে আসলে পথে ফায়ার র্সাভিসের গাড়িও আগুন দিয়ে পোড়ানোর মামলা, ইমামনগর বাজার ও মুশরীভুজা বাজারে পুলিশের উপর হামলাসহ মোট ৬টি মামলা এবং কানসাটের পল্লী বিদ্যুতের অফিসে আগুন দেয়ার ১টিসহ বিভিন্ন স্থানে আরো বেশ কিছু মামলার কুখ্যাত আসামি বলে পুলিশ জানায়।
ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) এসএম আবু ফরহাদ জানায়, শুক্রবার গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজারের বেলিব্রীজ নামক স্থানে ভোলাহাট জামাতের আমির ঘাইবাড়ী গ্রামের মৃতঃ আনেস আলীর ছেলে গোলাম কবির গোলাপের অবস্থানের সংবাদ পেয়ে গোমস্তাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মোহাম্মদ নাফিস মাহমুদ ও ভোলাহাট অফিসার ইনর্চাজ (তদন্ত) এসএম আবু ফরহাদ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের সাথে সাথে গোলাপকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতারকৃত আমির গোলাম কবির গোলাপ ৭ মার্চ (২০১৩ ঈ.) ভোলাহাট থানার পোল্লাডাংগা বাজার সংলগ্ন আমবাগানে কবিরের নেতৃত্বে জামাতী সন্ত্রাসীরা আবদুর রহমান নামে নিরীহ এক যুবককে তাড়া করে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে- এই মামলা, ওই একই দিনে কবিরের নেতৃত্বে জামাতী সন্ত্রাসীদের দেয়া আগুন নেভাতে আসলে পথে ফায়ার র্সাভিসের গাড়িও আগুন দিয়ে পোড়ানোর মামলা, ইমামনগর বাজার ও মুশরীভুজা বাজারে পুলিশের উপর হামলাসহ মোট ৬টি মামলা এবং কানসাটের পল্লী বিদ্যুতের অফিসে আগুন দেয়ার ১টিসহ বিভিন্ন স্থানে আরো বেশ কিছু মামলার কুখ্যাত আসামি বলে পুলিশ জানায়।
No comments:
Post a Comment