Saturday, February 1, 2014

বর্তমান ফিতনাবেষ্টিত আখিরী যামানায় সাইয়্যিদাতুনা উম্মুল উমাম আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার ছোহবত মুবারক ইখতিয়ার করা সব মহিলার দায়িত্ব-কর্তব্য

পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি ইরশাদ মুবারক করেন, “তোমাদের সবচেয়ে বড় শত্রু ইহুদী অতঃপর মুশরিকশরয়ী সুন্নতী পর্দা পালনের পরিবর্তে হঠাৎ আধুনিকা হওয়ার ব্যাকুল উৎসাহে ¦ল্প বসনা নারীরা আজ বল্গাহীনা তাদের মান সম্মান ইজ্জত আজ ভূলুণ্ঠিত, লাঞ্ছিত অপমানিত শরয়ী বিধান উপেক্ষা করে সুন্নতী পর্দা ত্যাগ করায় নারীরা প্রতিনিয়ত চরম অসম্মান, অপমান, নির্যাতন, ছিনতাই, খুনের শিকার নিঃসন্দেহে এর মূল কারণ ছবি পর্দাহীনতা

দ্বীনসম্মত অধিকার, শরয়ী বিধি-বিধান, ¦ামী সংসার সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য পালন এবং দ্বীন ইসলাম সম্পর্কে কথিত আধুনিকা নারীরা একান্তই অজ্ঞ শুধু পুরুষের মনোরঞ্জনের জন্য তাদের হাতের খেলনা হওয়ার মধ্যে ইহকাল পরকালে অপমান, লাঞ্ছনা গঞ্জনা ছাড়া যে কিছুই নেই, সম্পর্কে নারীরা জ্ঞানহীন পর্দাহীনারা জানেই না যে, দ্বীন অনুসরণে পর্দা পালনে তাদের সম্মান, ব্যক্তিত্ব পবিত্রতা নিহিত এবং ইহকাল পরকালের কামিয়াবী
অত্যন্ত দূঃখের বিষয়, প্রগতিবাদ সমঅধিকারের অন্তঃসারশূন্য বুলি আওড়িয়ে নারীর অবস্থান কোনো পর্যায়ে থাকবে তা নির্ধারণের দায়িত্ব নারীরা নিজেই তাদের অজান্তে পুরুষের হাতে অর্পণ করেছে হীনম্মন্য নারীরা নিজেই তাদের প্রকৃতি দুরবস্থা সম্পর্কে অসচেতন তাই তারা দুর্গতির লক্ষ্যবস্তু নারীদের বিদয়াত-বেশরা পদ্ধতিতে জীবন যাপন শরীয়ত বিরোধী যথেচ্ছাচার সারা দুনিয়ায় ৭৫ ভাগ ফিতনার জন্ম দিয়েছে
নারীরা তাদের সব সমস্যা, মাসয়ালা মাসায়িলসহ সকল বিষয় জানতে সাধারণত পিতা-মাতা, ¦ামীর সাথে আলোচনা করে কিন্তু বর্তমান অবস্থা এতটাই প্রতিকূল যে, অধীনস্থ মহিলাদেরকে পবিত্র ইসলাম উনার ইলম দানে খালিছভাবে আল্লাহওয়ালী করে গড়ে তোলার ক্ষেত্রে পিতা-মাতা, ¦ামীর ভূমিকা অত্যন্ত হতাশাব্যঞ্জক কারণ পিতা-মাতা, ¦ামীরাও তো দ্বীন সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে না
কঠিন পরিস্থিতিতে আজ সকলকে ¦ীকার করতেই হবে, নারীদের সার্বিক বেহাল অবস্থা পরিবর্তনে একজন যোগ্য উপযুক্ত প্রাজ্ঞ বুযুর্গ নারীর কোনো বিকল্প নেই যিনি বেদিশাদের হিদায়েতের দিশা দেখাবেন, অন্ধকার অন্তরগুলো নূর দ্বারা আলোকিত করবেন, সিরাতুল মুস্তাকিম উনার পথে চলতে শিখাবেন
মহান খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি এবং উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের খিদমতে অসংখ্য অগণিত শুকরিয়া, ছলাত সালাম, উনারা সারা দুনিয়ায় দ্বীন ইসলাম পালনের ঘোর দুর্দিনে দুর্গতির অতল গহ্বরে নিমজ্জিত হিদায়েতশূন্য নারীজাতিকে বাঁচানোর লক্ষ্যে অত্যন্ত দয়া দান ইহসান করে পঞ্চদশ হিজরী শতকে যমীনে পাঠিয়েছেন উনাদের আখাছছূল খাছ লক্ষ্যস্থল, অতুলনীয়া বুযুর্গী সম্মানসম্পন্না একজন সুমহান মহিলা ওলীআল্লাহ উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনাকে
উনার শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযুর্গী, সম্মান, হুরমত, ইজ্জত মেছালহীন তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একান্ত প্রিয়তমা আওলাদ পাক অর্থাৎ আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ক্বায়িম-মাক্বামে হযরত উম্মাহাতুল মুমিনীন আলাইহিন্নাস সালাম উনাদের বে-নজির ইলমে লাদুন্নী এবং বেহিসাব ইলমে গইব তিনি অনুক্ষণ ধারণ করেন অতীত বর্তমান ভবিষ্যতের প্রতিটি বিষয় সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে জানা বা প্রকাশ করা উনার জন্য ¦াভাবিক বিষয়

রহমত বরকত হিদায়েত লাভের প্রত্যাশায় সকল মহিলার দায়িত্ব-কর্তব্য উম্মুল উমাম হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার মুবারক ছোহবত ইখতিয়ার করা

No comments:

Post a Comment