যামানার
মহান ইমাম ও মুজতাহিদ,
মুজাদ্দিদে আ’যম, ছহিবু
সুলত্বানিন নাসির, জাব্বারিউল আউওয়াল,
ক্বউইয়্যুল আউওয়াল, হাবীবুল্লাহ, আওলাদে রসূল সাইয়্যিদুনা
হযরত আস সাফফাহ আলাইহিস
সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায়,
পরিচালনায় ও মুবারক দিক-নির্দেশনায় পবিত্র রাজারবাগ শরীফ
উনার মাঝে বিশ্বে এই
প্রথম সুদীর্ঘ ৫৮ দিনব্যাপী অনুষ্ঠিত
হলো সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ,
সাইয়্যিদে ঈদে আ’যম,
সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র
ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম উনার সুমহান সম্মানে
আযীমুশ শান মাহফিল।
সুবহানাল্লাহ!
গত ২ মাহে ছফর
শরীফ হতে ৩০শে রবীউল
আউওয়াল শরীফ (১৪৩৫ হিজরী)
পর্যন্ত সুদীর্ঘ ৫৮ দিনব্যাপী মহাপবিত্র
১২ই রবীউল আউওয়াল শরীফ
তথা পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে
আয়োজিত আযীমুশ শান মাহফিলের
২৭ দিন প্রতিযোগিতা মাহফিল,
২৮ দিন ওয়াজ শরীফ,
মীলাদ শরীফ, ক্বিয়াম শরীফ
ও দোয়ার মাহফিল এবং
৩ দিন সামা শরীফ
মাহফিল অনুষ্ঠিত হয়।
আযীমুশ
শান মাহফিলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম,
হযরত আহলে বাইত শরীফ
আলাইহিমুস সালাম, হযরত ছাহাবায়ে
কিরাম রদ্বিয়াল্লাহ তায়ালা আনহুম, হযরত
আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম
উনাদের শান-মান, মর্যাদা,
ফাযায়িল-ফযীলতসহ আক্বীদা-আমলগত অসংখ্য বিষয়ে
দেশ-বিদেশের শ্রেষ্ঠ ওয়ায়েজিগণ আলোচনা করেন এবং
প্রতিযোগিতা মাহফিলে শতাধিক বিষয়ে দেশের
বিভিন্ন প্রান্তের ছাত্র, চাকরীজীবী, ব্যবসায়ী,
ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশার ধর্মপ্রাণ মানুষ
খুশি প্রকাশার্থে অংশগ্রহণ করেন। সর্বশেষ
৩ দিন বিশ্বসেরা হামদ
শরীফ, না’ত শরীফ
ও ক্বাছীদা শরীফ লিখক ও
পাঠকগণের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় পবিত্র সামা
শরীফ মাহফিল।
আযীমুশ
শান বরকতময় এই ৫৮
দিনব্যাপী মাহফিলে দেশ-বিদেশের কোটি
কোটি মুরীদ-মুরীদা, আশিকীন-যাকিরীন, মুহিব্বীনগণসহ লাখ লাখ ধর্মপ্রাণ
শ্রোতা সরাসরি উপস্থিত হয়ে
এবং প্যালটক ‘নূরুন আলা নূর’
ভয়েস রুম, আল-হিকমা
ইন্টারনেট ভয়েস-এর মাধ্যমে
পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ
পালন করেন। আর
এভাবে বিশুদ্ধ করেন উনাদের নিজেদের
আমল-আক্বীদা। বাইয়াত
গ্রহণ করেন হাজার হাজার
হক্ব তালাশী ধর্মপ্রাণ মুসলমান। সবাই
ঈদী খুশিতে উজ্জীবিত হয়ে
ইহকাল ও পরকালের কামিয়াবীর
পথ ধরেন।
এদিকে
পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ
উনার সুমহান সম্মানার্থে শিশু-কিশোর-যুব-ছাত্র
আনজুমানে আল বাইয়্যিনাত ও
তাহযীব-তামুদ্দুন বিভাগ উনাদের সমন্বয়ে
খুশি প্রকাশার্থে বাহারী রংয়ের ব্যানার,
পোস্টার, ফেস্টুন, চকলেট, লিফলেট, মুকুট,
ব্যাচ, প্যাড, ডায়েরী, নোট
বুক, কলম, চাবির রিং,
পেপার ওয়েট, আলোকচিত্রসহ হাজারো
সামগ্রী বের করেন।
যা ছড়িয়ে দেয়া হয়
দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে।
বিশ্বের
সোয়া তিনশ’ কোটি মুসলমান
উনাদের তথা কুল-কায়িনাতের
সকলের জন্য খোশ খবর:
ইয়াওমুস সাব্ত বা শনিবার
দিবাগত রাতে ইশা আযান-এর পর তথা
১লা রবীউছ ছানী শরীফ
(১৪৩৫ হিজরী) থেকে যামানার
মহান ইমাম ও মুজতাহিদ,
মুজাদ্দিদে আ’যম, ছহিবু
সুলত্বানিন নাসির, জাব্বারিউল আউওয়াল,
ক্বউইয়্যুল আউওয়াল, হাবীবুল্লাহ, আওলাদে রসূল সাইয়্যিদুনা
হযরত আস সাফফাহ আলাইহিস
সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায়,
পরিচালনায় ও মুবারক দিক-নির্দেশনায় পবিত্র রাজারবাগ শরীফ
উনার মাঝে বিশ্বে এই
প্রথম সারা বছরব্যাপী আনুষ্ঠানিকভাবে
শুরু হতে যাচ্ছে সাইয়্যিদুল
আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদে
ঈদে আ’যম, সাইয়্যিদে
ঈদে আকবর পবিত্র ঈদে
মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম উনার সুমহান সম্মানে
আযীমুশ শান মাহফিল।
সুবহানাল্লাহ!
উক্ত সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ
মাহফিলে প্রতিদিন পবিত্র ইশা নামায
উনার আযানের পর দু’জন বিশিষ্ট আলোচক
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন
নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম উনার মুবারক শান-মান, ফাযায়িল-ফযীলত
ও সংশ্লিষ্ট বিবিধ বিষয়ে এবং
পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ
পালন করার গুরুত্ব-তাৎপর্যসহ
অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা
করবেন। এরপর
মুজাদ্দিদে আ’যম আলাইহিস
সালাম মুবারক আযীমুশ শান
মাহফিলে দীদার মুবারক, মহামূল্যবান
নছীহত ও মকবুল মুনাজাত
শরীফ উনার মাধ্যমে কায়িনাতবাসীকে
বেমেছোল নিয়ামত দানে ধন্য
করবেন।
আরো খোশ-খবর যে,
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম উনার
দুনিয়াবী হায়াত মুবারক ৬৩
বছর উনার সম্মানার্থে আগামী
বছর মাহে ছফর মাস
১৪৩৬ হিজরী থেকে অত্যন্ত
জওক-শওকের সাথে শুরু
হবে ৬৩ দিনব্যাপী পবিত্র
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ
উনার সুমহান সম্মানে আযীমুশ
শান ‘বিশেষ মাহফিল’।
তন্মধ্যে মাহে ছফর মাস
উনার ৩০ দিন অনুষ্ঠিত
হবে প্রতিযোগিতা মাহফিল এবং মাহে
রবীউল আউওয়াল শরীফ মাস
উনার ৩০ দিন অনুষ্ঠিত
হবে পবিত্র ওয়াজ শরীফ
মাহফিল ও শেষ ৩
দিন অনুষ্ঠিত হবে পবিত্র হামদ
শরীফ, পবিত্র না’ত
শরীফ ও পবিত্র ক্বাছীদা
শরীফ পঠের পবিত্র ‘সামা
শরীফ’ মাহফিল।
দাওয়াত:
বিশ্ব
মুসলিম উম্মাহকে মহামূল্যবান, বরকতময়, অফুরন্ত নিয়ামতে ভরপুর বছরব্যাপী এ
পবিত্র মাহফিলে সশরীরে উপস্থিত ও
ইন্তেজামে খিদমতে শরীক থেকে
ইহকাল ও পরকালের কামিয়াবী
হাছিল করার, অফুরন্ত রহমত,
বরকত, সাকীনা, মাগফিরাত, নাজাতের উসীলা গ্রহণ করার
আহ্বান জানাচ্ছি।
No comments:
Post a Comment