সৌদি আরবে বাংলাদেশীদের ডিজিটাল
পাসপোর্টে ভিসা লাগাতে দিচ্ছে
না সৌদি কর্তৃপক্ষ।
কারণ বাংলাদেশের ডিজিটাল সরকারের ইস্যুকৃত ডিজিটাল পাসপোর্টের পাতায় পাতায় মূর্তি
ও মন্দিরের ছবি রয়েছে।
আর তাই সৌদি আরবে
কর্মরত বাংলাদেশী শ্রমিকরা মেয়াদ শেষ হয়ে
গেলেও ভিসার মেয়াদ বাড়াতে
পারছেন না। এর
ফলে তাদের মধ্যে গ্রেপ্তার
ও অবৈধ হওয়ার আশঙ্কা
বিরাজ করছে। কয়েকদিন
ধরেই সৌদি প্রবাসীরা ‘আমাদেরসময়’
অনলাইন পত্রিকা অফিসে ফোন করে
তাদের শঙ্কার কথা জানাচ্ছেন। এ
বিষয়ে সৌদি আরবে বাংলাদেশ
দূতাবাসের কর্মকর্তারা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না বলে অনেকে
অভিযোগ করেছেন।
কুমিল্লার
দেবিদ্বার উপজেলার ফতেহবাদ গ্রামের আবুল কালাম আজাদ,
কাজ করেন রিয়াদের একটি
হোটেলে। ২০১৩
সালের ডিসেম্বরে তিনি বাংলাদেশ দূতাবাস
থেকে ডিজিটাল পাসপোর্ট সংগ্রহ করেন।
কিন্তু এর পাতায় পাতায়
মূর্তি ও মন্দিরের ছবি
থাকায় এই পাসপোর্টকে অবৈধ
বলে ভিসা লাগাতে দেয়নি
সৌদি কর্তৃপক্ষ। বিষয়টি
বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের জানানো হলে এটিকে
টেকনিক্যাল ভুল উল্লেখ করে
তাকে এক সপ্তাহ পরে
আসতে বলা হয়।
কিন্তু তিনমাস হতে চললেও
বিষয়টির কোনো সমাধান হয়নি।
তিনি ফোন করে জানান,
মালিকপক্ষ তাকে নতুন পাসপোর্টের
জন্য বার বার তাগিদ
দিচ্ছেন। ভিসার
মেয়াদ বাড়াতে না পারলে
তিনি অবৈধ হয়ে যাবেন। বিষয়টি
দূতাবাসকে জানালেও কর্মকর্তারা গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ
করেন তিনি।
(সূত্র-
আমাদেরসময়, বাংলানিউজ২৪ডটকম, সংবাদ২৪ডটনেট, প্রবাসে বাংলাদেশডটকম ইত্যাদি)
No comments:
Post a Comment